ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

রাবি শিক্ষক সমিতির নির্বাচনে ভোট চলছে

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২২
রাবি শিক্ষক সমিতির নির্বাচনে ভোট চলছে

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষক সমিতির নির্বাচনের ভোটগ্রহণ চলছে।  

সোমবার (১২ ডিসেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনে ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকেল ৪টা পর্যন্ত।

 

নির্বাচনে এক হাজার ৬৮ জন শিক্ষক তাদের ভোটারাধিকার প্রয়োগ করছেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন বর্তমান কমিটির কোষাধ্যক্ষ অধ্যাপক মো. কামরুজ্জামান।

জানা গেছে, নির্বাচনে ১৫টি পদের বিপরীতে আওয়ামীপন্থি মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের ‘হলুদ প্যানেল’ এবং বিএনপি-জামায়াতপন্থি বাংলাদেশ জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকদের ‘সাদা প্যানেল’ থেকে মোট ৩০ জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন।


এবারের নির্বাচনে হলুদ প্যানেল থেকে সভাপতি পদে বাংলা বিভাগের অধ্যাপক সফিকুন্নবী সামাদী, সহ-সভাপতি পদে ফার্মেসি বিভাগের অধ্যাপক মীর ইমাম ইবনে ওয়াহেদ, কোষাধ্যক্ষ পদে ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক সৈয়দ এমএ ছালাম, সাধারণ সম্পাদক পদে মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. বোরাক আলী, যুগ্ম-সম্পাদক পদে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. সুলতান মাহমুদ প্রার্থী হয়েছেন।

সদস্য প্রার্থী হিসেবে রয়েছেন আইবিএসের অধ্যাপক জাকির হোসেন, গ্রাফিকস ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের অধ্যাপক সুভাষ চন্দ্র সুতার, ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল-মামুন ভূঁঞা, চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সহযোগী অধ্যাপক নাজনীন আকতার, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সারওয়ার আলী, ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক আবু নোমান মুহাম্মদ মাসউদুর রহমান, ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক সাবিনা ইয়াছমীন, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক অমিতাভ সাহা, পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউমান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের অধ্যাপক মো. রাশেদ আলম, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এম রফিকুল আহসান।

অন্যদিকে সাদা প্যানেল থেকে সভাপতি পদে সমাজকর্ম বিভাগের অধ্যাপক মো. আশরাফুজ্জামান, সহ-সভাপতি পদে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. নূরুল হক মোল্লা, কোষাধ্যক্ষ পদে হিসাববিজ্ঞান ও তথ্যব্যবস্থা বিভাগের অধ্যাপক দিলআরা হোসেন (রুনা), সাধারণ সম্পাদক পদে লোক প্রশাসন বিভাগের অধ্যাপক পারভেজ আজহারুল হক (প্রিন্স) ও যুগ্ম-সম্পাদক ফিশারিজ বিভাগের অধ্যাপক মো. আবু সাঈদ জুয়েল প্রার্থী হয়েছেন।

এছাড়া সাদা প্যানেল থেকে সদস্য প্রার্থী হিসেবে রয়েছেন দর্শন বিভাগের অধ্যাপক মো. আক্তার আলী, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. মেসবাহুল আলম (বাবু), ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক এম. আল বাকী বরকতুল্লাহ, আইইআর এর অধ্যাপক আকতার বানু (আলপনা), আরবি বিভাগের অধ্যাপক মুহাম্মদ নেছার উদ্দিন (রাকিব), ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিভাগের অধ্যাপক মো. গোলবার হোসেন, রসায়ন বিভাগের অধ্যাপক মাহবুবর রহমান (রঞ্জু), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মু. ইকবাল আজিজ খান (পলাশ), ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মো. আব্দুল হান্নান এবং প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. তোফাজ্জল হোসেন (সোহেল)।

জানতে চাইলে নির্বাচন কমিশনার অধ্যাপক মো. কামরুজ্জামান বাংলানিউজকে বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। বিকেল সাড়ে ৪টা থেকে ভোট গণনা শুরু হবে। জুবেরি ভবনেই ভোটের ফল ঘোষণা করা হবে।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২২
এস্আই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ