ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

শিক্ষা

ফরিদগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২২
ফরিদগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা সদরের ‘ফরিদগঞ্জ এ আর মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়’ থেকে সদ্য প্রকাশিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।  

শনিবার (৩ ডিসেম্বর) সকালে বিদ্যালয় মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

 

এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল।  

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান ও প্রবীর চক্রবর্তী, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনসর উদ্দিন, সুলতানা রাজিয়া ও মাহবুব আলম সোহাগ।  

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন রাজন গাজী, হুমায়ারা তানজীন ও তাসলিমা তিশা।  

উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক জেসমিন আক্তার, নিগার সুলতানা, শিউলী আক্তার,  আব্দুল আলী, সাখাওয়াত হোসেন, সাংবাদিক আনিছুর রহমান সুজন ও শামীম হাসান।  

এ বছর বছর বিদ্যালয় থেকে শতভাগ উত্তীর্ণের পাশাপাশি বিজ্ঞান, বাণিজ্য ও কারিগরি শাখা থেকে ৪৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।