ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

রাঙামাটিতে বাজুস নেতারা

দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করবে বাজুস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২২
দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করবে বাজুস

রাঙামাটি: বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বাজুসের সহ-সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন।  

তিনি বলেন, ‘দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করছে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ।

দেশের স্বর্ণ ব্যবসায়ীদের হয়রানি বন্ধসহ ব্যবসায় স্বচ্ছতা আনতে বাজুস গঠন করা হয়েছে। দেশের মাটিতে বাজুস স্বর্ণ ব্যবসা চাঙ্গা করতে চায়।  

শুধু তাই নয় বাজুসের সেবার মান বৃদ্ধি ও পরিধি বিস্তারের লক্ষ্যে তৃণমূলকে শক্তিশালী করার আহবান জানান তিনি।  

শুক্রবার দুপুর ১২টায় রাঙামাটি আশিকা কনভেনশন পার্কে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জেলা শাখার উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় বাজুসের সহ-সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন এসব কথা বলেন।  

বাজুস রাঙামাটি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মৃদুল ধরের সভাপতিত্বে এতে বাজুসের কার্যনির্বাহী সদস্য পবিত্র চন্দ্র ঘোষ, রিপনুল হাসান ও বাজুস চট্টগ্রাম বিভাগের সদস্য প্রণব সাহা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সহ-সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন আরও বলেন, ‘স্বর্ণ ব্যবসায়ীদের চোরাচালান বন্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। একটা সময় স্বর্ণ ব্যবসায় কোনো শৃঙ্খলা ছিল না। তাই ব্যবসায়ীদেরও ব্যাপক হয়রানির শিকার হতে হয়। শুধু তাই নয়, অসাধু ব্যবসায়ীদের কারণে গ্রাহক হয়রানিও দিন দিন বাড়ে। তাই স্বর্ণ ব্যবসায়ীদের ওপর আস্থাহীনতায় পড়ে সাধারণ মানুষ। কিন্তু বাজুসের প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে সব সমস্যা সমাধান করে দেশকে অর্থনৈতিকভাবে উন্নয়নে অগ্রসর করবে। ’ 

ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন আরও বলেন, আমরা খাঁটি স্বর্ণের ব্যবসা করছি। সরকারকে ভ্যাট, কর দিচ্ছি। এক অসাধু শ্রেণী রয়েছে তারা চোরাই স্বর্ণের ব্যবসা করে। সম্ভাবনাময়ী ব্যবসাটিকে কলুষিত করছে। তাই তাদের ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে।  
এর আগে বাজুসের কেন্দ্রীয় নেতাকর্মীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন রাঙামাটি বাজুস জেলা শাখা।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।