ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

ব্র্যাক ব্যাংকের এটিএম ব্যবহার করবেন রূপালী ব্যাংক গ্রাহকরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১০
ব্র্যাক ব্যাংকের এটিএম ব্যবহার করবেন রূপালী ব্যাংক গ্রাহকরা

ঢাকা: বেসরকারি ব্র্যাক ব্যাংকের এটিএম বুথ ব্যবহার করতে পারবেন সরকারি রূপালী ব্যাংক গ্রাহকরা। এজন্য রূপালী ব্যাংক গ্রাহকদের দুই লাখ এটিএম কার্ড ইস্যু করবে ব্র্যাক ব্যাংক।

এছাড়া প্রাথমিক পর্যায়ে রূপালী ব্যাংকের প্রস্তাবিত স্থানে ৫০টি এটিএম বুথ স্থাপন করবে তারা।

শনিবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ফরিদ উদ্দীন ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান এ বিষয়ক এক চুক্তি স্বাক্ষর করেন।

তারা জানান, শিগগিরই কার্ড ইস্যু ও বুথ স্থাপন শুরু হবে।

চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান উপস্থিতি ছিলেন।

এ চুক্তি অনুযায়ী রূপালী ব্যাংকের গ্রাহকরা দেশব্যাপী ব্র্যাক ব্যাংকের ৭ শতাধিক এটিএম বুথ ব্যবহার করতে পারবেন।

এছাড়া ব্র্যাক ব্যাংকের যে কোনো পয়েন্ট অব সেলস মেশিনে রূপালী’র গ্রাহকরা নিত্য  প্রয়োজনীয় দ্রব্য কেনাকাটা করতে পারবেন।

চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেন, ‘সরকারি ও বেসরকারি ব্যাংকের মধ্যে এ ধরনের সহযোগিতা নতুন দিনের সূচনা করবে। ’

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে দলমত নির্বিশেষে সবাইকে অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করতে হবে। ’

বেসরকারি ব্যাংকগুলোর সামাজিক দায়বদ্ধতার কথা উল্লেখ করে গর্ভনর বলেন, ‘শুধু  কোটিপতিদের জন্য নয়, ব্যাংকপাড়ায় সাধারণ মানুষের অবাধ প্রবেশের সুযোগ দিতে হবে। একই সঙ্গে ব্যাংকগুলোকে দরিদ্র শিক্ষার্থীদের জন্য আর্থিক সহায়তা কর্মসূচি গ্রহণ করতে হবে। ’

কৃষিক্ষেত্রে অগ্রগতি ও সাফল্যের জন্য ব্যাংকগুলোকে কৃষি ঋণ দেওয়ার আহ্বান জানিয়ে ড. আতিউর রহমান বলেন, ‘মসলা উৎপাদনের জন্য কৃষকদের ২ শতাংশ হারে সুদ দিতে হবে। এ ঋণের বাকি ৬ শতাংশ বাংলাদেশ ব্যাংক ঋণ প্রদানকারী ব্যাংকগুলোকে পরিশোধ করবে। ’

অংশগ্রহণমূলক বাংলাদেশ গড়তে ব্যাংকগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে গভর্নর বলেন, ‘একটি ল্যাপটপ ও কয়েকটি মোবাইল ফোন নিয়েই গ্রামাঞ্চলে ব্যাংকের শাখা খোলা যায়। এ ধরনের শাখা খুলতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। ’

দেশের রাজনীতি প্রসঙ্গে গভর্নর বলেন, ‘৭৫ এ গণতন্ত্রের মৃত্যুর পর ৯০ এ আবার গণতন্ত্র ফিরে পায় বাংলাদেশ। এ গণতন্ত্রে নানা ধরনের ‘হেঁসকি’ হচ্ছে। তারপরও গণতন্ত্রই আমাদের কাম্য। ’

দেশে অর্থনৈতিক মুক্তি লাভের সুযোগ এসেছে মন্তব্য করে ডা. আতিউর রহমান বলেন, ‘দিন বদলের সুযোগ গ্রহণ করতে হলে মানুষের মন বদল করতে হবে। ’

এ প্রসঙ্গে রবীন্দ্রনাথের কবিতার উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘টাকার অভাবটাই আসল অভাব না, আসল অভাব ভরসার। ’

এ সময় তিনি মানুষের উপর ভরসা করার আহ্বান জানান।

ড. আতিউর  বলেন, ‘দেশ গড়তে মুক্তিযুদ্ধের আদর্শের নেতৃত্বকেই বেছে নিতে হবে। অন্য কোনো নেতৃত্বের সুযোগ নেই। ’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের চেয়ারম্যান ড. আহমদ আল কবির, ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ রূমী আলী প্রমুখ।

এর আগে গুলশানের ল্যান্ডমার্ক ভবনে রূপালী ব্যাংকের নতুন শাখা উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ।

উল্লেখ্য, সারা দেশে রুপালী ব্যাংকের ৪৯২ টি শাখা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।