ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

ইস্টার্ন ব্যাংকের বন্ড ইস্যুতে বিএসইসির সম্মতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২২
ইস্টার্ন ব্যাংকের বন্ড ইস্যুতে বিএসইসির সম্মতি

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংকের নন-কনভার্টেবল তৃতীয় সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর সিদ্ধান্তে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকটি সাত বছর মেয়াদি নন-কনভার্টেবল, আনসিকিউরড ফ্লোটিং রেট ফুল্লি-রিডেম্বল সাবঅর্ডিনেটেড বন্ড প্রাইভেট প্লেসমেন্টে ইস্যু করে ৫০০ কোটি টাকা উত্তোলন করবে।

এই বন্ডের টাকায় ইস্টার্ন ব্যাংক তাদের টায়ার-২ ক্যাপিটাল বেজ শক্তিশালী করবে। এই বন্ডের কুপন হার ৬% থেকে ৯% পর্যন্ত হবে।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২২
এসএমএকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।