ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

চাতলাপুর দিয়ে ভারতে গেল ২৭৫০ কেজি ইলিশ 

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২২
চাতলাপুর দিয়ে ভারতে গেল ২৭৫০ কেজি ইলিশ 

মৌলভীবাজার: আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে ২ হাজার ৭৫০ কেজি ইলিশ ভারতের ত্রিপুরার কৈলাশহরে গেছে। এ রুটে এটাই ইলিশের প্রথম চালান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুরে আমদানি-রপ্তানিকারক প্রতিষ্ঠান জারা এন্টারপ্রাইজের মাধ্যমে কৈলাশহরের ব্যবসায়ী আব্দুল মুহিত প্রতিকেজি ৮ ডলার মূল্যে প্রায় ১৫ লাখ ১৫ হাজার টাকার বাংলাদেশি ইলিশ রপ্তানি করে।

সূত্র আরও জানায়, ৪৯টি প্রতিষ্ঠানকে এ ব্যাপারে রপ্তানির অনুমোদন দেওয়া হয়। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শর্ত সাপেক্ষে রপ্তানির এ আদেশ কার্যকর থাকবে। আগামী ১ অক্টোবর থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা।

শনিবার (১০ সেপ্টেম্বর) চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা রেজাউল কবির কাজল বাংলানিউজকে বলেন, শুক্রবার দুটি গাড়ির একটিতে ৭৫০ কেজি ও অপরটিতে ২০০০ কেজি বাংলাদেশি ইলিশ ত্রিপুরায় রপ্তানি করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২২
বিবিবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।