ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

এফবিসিসিআই ও মিয়ানমার চেম্বারের বৈঠকে বিশেষ কৃষি জোনের প্রস্তাব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১০
এফবিসিসিআই ও মিয়ানমার চেম্বারের বৈঠকে বিশেষ কৃষি জোনের প্রস্তাব

ঢাকা: এফবিসিসিআই ও মিয়ানমার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র বৈঠকে বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় বিশেষ কৃষি জোন স্থাপনের প্রস্তাব উঠেছে।

বৃহস্পতিবার সকালে মতিঝিলের ফেডারেশন ভবনে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।



এফবিসিসিআই’র ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে এ বৈঠক হয়। বৈঠকে মিয়ানমার চেম্বারের সহ-সভাপতি ইউ তুন আং তার দেশের বাণিজ্য প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। বাংলাদেশের কৃষিখাতে বিনিয়োগে মিয়ানমারের আগ্রহের কথা তুলে ধরেন তিনি।

বৈঠকে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে দু’দেশের বাণিজ্য প্রতিনিধিদলের ঘন ঘন বৈঠক, ভিসা প্রদান ও এলসি খোলা সহজীকরণের ওপরও গুরুত্বারোপ করেন দু’দেশের ব্যবসায়ীরা।
 
বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad