ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

ইউনাইটেড কিনেছে আরও চারটি উড়োজাহাজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১০
ইউনাইটেড কিনেছে আরও চারটি উড়োজাহাজ

ঢাকা: বেসরকারি উড়োজাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড এয়ারওয়েজের বহরে আরও চারটি উড়োজাহাজ যোগ হয়েছে। এর মধ্যে একটি এয়ারবাস এবং বাকি তিনটি এটিআর বিমান।



প্রতিষ্ঠানটির একজন দায়িত্বশীল কর্মকর্তা বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

ওই কর্মকর্তা জানান, দুটি উড়োজাহাজের জন্য ডাউন পেমেন্ট পরিশোধ করা হয়েছে। প্রথম দুটি বিমান এক মাসের মধ্যেই বাংলাদেশে পৌঁছাবে।

এছাড়া বাকি দুটির ব্যাপারেও চুক্তি হয়েছে বলে জানান তিনি।

ইউনাইটেড এয়ারওয়েজ পুঁজিবাজারে তালিকাভুক্ত একমাত্র উড়োজাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান। গত ৮ জুলাই পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় প্রতিষ্ঠানটি।

ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে দেওয়া তথ্য থেকে জানা যায়, উড়োজাহাজগুলো কিনতে ইউনাইটেড এয়ারওয়েজের ব্যয় হচ্ছে প্রায় ১৪৬ কোটি ৬৬ লাখ টাকা।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।