ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

বেনাপোল বন্দরে আজ বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪১, ফেব্রুয়ারি ২৭, ২০২২
বেনাপোল বন্দরে আজ বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

বেনাপোল( যশোর): ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য নির্বাচনের কারণে রোববার (২৭ ফেব্রুয়ারি) বেনাপোল পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে এসময় বেনাপোল বন্দরের মধ্যে পণ্য খালাস সচল থাকবে।

 

শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের ব্যাংক বিষয়ক সম্পাদক হায়দার আলী।  

তিনি জানান, ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য নির্বাচনের কারণে রোববার ( ২৭ ফেব্রুয়ারি) এ পথে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে বলে জানিয়েছেন পেট্রাপোল  সিঅ্যান্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে পুনরায় বেনাপোল-পেট্রোপোল বন্দরের মধ্যে আমদানিরপ্তানি বাণিজ্য সচল হবে।  

বেনাপোল কাস্টমস হাউজের কার্গো শাখার সহকারী রাজস্ব কর্মকর্তা কে এম ফয়সাল জানান, রোববার ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য নির্বাচনে আমদানি-রপ্তানি বাণিজ্য একদিন বন্ধ থাকবে। তবে বেনাপোল বন্দরে পণ্য খালাস সচল থাকবে। সোমবার পুনরায় এ পথে আমদানি-রপ্তানি বাণিজ্য সচল হবে।

বাংলাদেশ সময়: ০৮৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ০২২

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।