ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ডের লেনদেন শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১০
জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ডের লেনদেন শুরু

ঢাকা: ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন সোমবার শুরু হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রথমদিন ১০ টাকা অভিহিত মূল্যের এ ফান্ডের ইউনিটের লেনদেন শুরু হয় ১৩ টাকায়।

লেনদেনের পুরো সময়ে ১২ টাকা ৫০ পয়সা থেকে ১৩ টাকা ১০ পয়সায় ওঠানামা করে। শেষ লেনদেন হয় ১২ টাকা ৮০ পয়সায়।

প্রথম দিন এর এক কোটি তিন লাখ ২৩ হাজার ৫০০টি ইউনিটের বেচাকেনা হয়।

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড বাজার থেকে ২০০ কোটি টাকা সংগ্রহ করে। এর মধ্যে ৫০ কোটি টাকা স্পন্সর এবং ৫০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্ট এবং অবশিষ্ট ১০০ কোটি টাকা আইপিওর মাধ্যমে সংগ্রহ করা হয়।

১০ টাকা অভিহিত মূল্যের এ ফান্ডের ৫০০ ইউনিটে মার্কেট লট, মোট ইউনিটের সংখ্যা ২০ কোটি। ১০ বছর মেয়াদি মিউচুয়াল ফান্ডটির আইপিও আবেদন জমা দেওয়ার শেষ দিন ছিল ৫ আগস্ট।

ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড সরকারি বাণিজ্যিক ব্যাংকের উদ্যোগে পুঁজিবাজারে আসা প্রথম মিউচুয়াল ফান্ড। ফান্ডের স্পন্সর হিসেবে কাজ করছে জনতা ব্যাংক লিমিটেড এবং ট্রাস্টি ও কাস্টোডিয়ান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।