ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২২ মে ২০২৪, ১৩ জিলকদ ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

উত্তরার রবীন্দ্র সরণিতে ডাচ-বাংলা ব্যাংকের নতুন শাখা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
উত্তরার রবীন্দ্র সরণিতে ডাচ-বাংলা ব্যাংকের নতুন শাখা উত্তরার রবীন্দ্র সরণিতে ডাচ-বাংলা ব্যাংকের নতুন শাখা।

ঢাকা: উত্তরার রবীন্দ্র সরণিতে ডাচ-বাংলা ব্যাংকের ২২০তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৯ ডিসেম্বর) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও আবুল কাশেম মো. শিরিন আনুষ্ঠানিকভাবে ব্যাংকের এ শাখার উদ্বোধন করেন।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা, ব্যবসায়ী ও শিল্পপতিরা এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উদ্বোধনের দিন থেকেই ডাচ-বাংলা ব্যাংকের অন্যান্য শাখার মত এ শাখাতেও অনলাইন ব্যাংকিং, এটিএম সার্ভিস, রিটেল, এসএমই এবং করপোরেট লোন, ক্রেডিট কার্ড, এজেন্ট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং এবং রেমিট্রেন্স সেবা দিচ্ছে।

ডাচ-বাংলা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং সিআরও সহিদুর রহমান খান উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।