ঢাকা, বুধবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ২২ মে ২০২৪, ১৩ জিলকদ ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

বিএমবিএ’র সভাপতি ছায়েদুর ও মহাসচিব রিয়াদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
বিএমবিএ’র সভাপতি ছায়েদুর ও মহাসচিব রিয়াদ

ঢাকা: বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) ২০২২-২৩ সালের মেয়াদে নির্বাচনে সভাপতি পদে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেডের চেয়ারম্যান মো. ছায়েদুর রহমান ও মহাসচিব নির্বাচিত হয়েছেন বিএমএসএল ইনভেস্টমেন্টের এমডি ও সিইও মো. রিয়াদ মতিন।  

শনিবার (১৮ ডিসেম্বর) বিএমবিএ’র কার্যনির্বাহী সদস্যরা তাদের নির্বাচিত করেন।

নির্বাচিত কমিটিতে প্রথম সহ-সভাপতি হয়েছেন আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা অসিত কুমার চক্রবর্তী ও দ্বিতীয় সহ-সভাপতি হয়েছেন আইডিএলসি ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মনিরুজ্জামান সিএফএ।

এছাড়া কোষাধাক্ষ পদে ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্টের এমডি আব্দুর রহিম নির্বাচিত হয়েছেন।

নতুন কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সন্ধানী লাইফ ফাইন্যান্সের এমডি ও সিইও মুহাম্মদ নজরুল ইসলাম, এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের এমডি ও সিইও মো. ওবায়দুর রহমান, এএফসি ক্যাপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুব হোসেন মজুমদার, সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেসের এমডি মো. আবু বকর, বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের এমডি ও সিইও মো. হামদুল ইসলাম, আলফা ক্যাপিটাল ম্যানেজম্যান্টের এমডি ও সিইও নুর আহামেদ, এশিয়ান টাইগার্স ক্যাপিটাল পাটনার্ন্স ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালক মীর মাহফুজুর রহমান।

বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
এসএমএকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।