ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

ঢাকায় এলো হাভালের এইচ সিক্স টার্বো

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
ঢাকায় এলো হাভালের এইচ সিক্স টার্বো

ঢাকা: দেশের বাজারে এলো শীর্ষস্থানীয় মোটর গাড়ির ব্র্যান্ড হাভালের এইচ সিক্স ১.৫ লিটার টার্বো।

বিশ্বের শীর্ষস্থানীয় বিক্রিত মডেলটি সম্পূর্ণ লোডেড, বিলাসবহুল এবং বিশ্বমানের সুরক্ষা বৈশিষ্ট্যযুক্ত।

নতুন হাভাল মডেলের গাড়ি ক্রেতা ও উৎসাহীদের মন জয় করবে বলে মনে করেন বাংলাদেশে হাভালের একমাত্র পরিবেশক এইস অটোসের সিইও আজহারুল ইসলাম।

শনিবার (১১ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রিমিয়াম হাভাল এসইউভি’র এইস অটোসে এর লঞ্চিং অনুষ্ঠানে তিনি এ কথা জানান। এ সময় বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

দেশের গাড়ির বাজারে এখন বেশ জনপ্রিয় স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল (এসইউভি)। এসইউভি’র রয়েছে অভিজাত ডিজাইন। আর নিরাপত্তার দিক বিবেচনায় হাভাল এসইউভি এগিয়ে অন্যান্য ব্র্যান্ড থেকে।

কর্তৃপক্ষ জানায়, টার্বোচার্জড ইঞ্জিন, জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি, ব্লাইন্ড স্পট সহায়তা, রিয়ার ক্রস ট্রাফিকসহ অত্যাধুনিক সব প্রযুক্তি রয়েছে এইচ সিক্স ১.৫ লিটার টার্বোতে। নতুন মডেলের এই গাড়িতে রয়েছে রঙের ভিন্নতাও।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ১২ ডিসেম্বর, ২০২১
এইচএমএস/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।