ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

নিউ ইয়র্কে ডিএসই’র সেমিনার শুক্রবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১০
নিউ ইয়র্কে ডিএসই’র সেমিনার শুক্রবার

ঢাকা: পুঁজিবাজারে প্রবাসী বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে এবার মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইর্য়কে সেমিনারের আয়োজন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

নগরীর মেরিয়েট হোটেলে ২৪ সেপ্টেম্বর শুক্রবার এ সেমিনার অনুষ্ঠিত হবে।

এতে বাংলাদেশের পুঁজিবাজারে প্রবাসীদের বিনিয়োগের বিভিন্ন দিক তুলে ধরা হবে।

‘বাংলাদেশে পুঁজিবাজারের বৃদ্ধি ও সম্ভাবনা’ শীর্ষক এ সেমিনারে ডিএসই’র সভাপতি মো. শাকিল রিজভী স্বাগত বক্তব্য রাখবেন। সম্মেলনে ডিএসইর সাবেক সভাপতি মো. রকিবুর রহমান ‘বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের পুঁজিবাজার, প্রবাসীদের পুঁজিবাজারে বিনিয়োগ এবং বিদেশীদের পুঁজিবাজারে বিনিয়োগ’ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। এছাড়াও সম্মেলনে বক্তব্য রাখবেন ডিএসই’র আরেক সাবেক সভাপতি মো. আব্দুল হক।

এরইমধ্যে এ তিন পুঁজিবাজার-বিশেষজ্ঞ জাতিসংঘের ৬৫তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন।

সেমিনারে আলোচক হিসেবে এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ, ডিএসই’র সাবেক সভাপতি আহমেদ ইকবাল হাসান, পরিচালক শরীফ আতাউর রহমানও অংশ নেবেন।

সেমিনারের আগে বৃহস্পতিবার ম্যানহাটনের বোম্বে প্যালেসে (৩০ ওয়েস্ট ৫২ স্ট্রীট) একটি প্রেস কনফারেন্সেও আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘন্টা ১৯ সেপ্টেম্বর ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।