ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইন্টার কন্টিনেটাল শ্রমিক-কর্মচারী ইউনিয়ন নির্বাচিতদের দায়িত্ব গ্রহণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৬, ডিসেম্বর ৩, ২০২১
ইন্টার কন্টিনেটাল শ্রমিক-কর্মচারী ইউনিয়ন নির্বাচিতদের দায়িত্ব গ্রহণ

ইন্টার কন্টিনেটাল ঢাকা শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিতরা দায়িত্ব গ্রহণ করেছেন। কমিটির নতুন সদস্যদের শপথ পড়ান এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মো. বেলাল হোসেন।

 

এর আগে ১৮ নভেম্বর হোটেল ইন্টার কন্টিনেটাল, ঢাকার দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।  

 নির্বাচনে সভাপতি পদে জাকারিয়া তালুকদার, মো. নুরুজ্জামান সাধারণ সম্পাদক, সহ-সভাপতি পদে শাহনাজ পারভীন ও মো. মোস্তফা কামাল, যুগ্ম সম্পাদক পদে মনিরুজ্জামান হাওলাদার, সহ-সম্পাদক মো. কামাল হোসেন, কোষাধ্যক্ষ মো. শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও দপ্তর সম্পাদক এস কে জাহাঙ্গীর আলম এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে ফারুক আহম্মদ মোল্লা নির্বাচিত হয়েছেন।

এবারের নির্বাচনে ৩৭৫ জন ভোটারের মধ্যে ৩৭৫ জন ভোটারই ভোট দেন।  

নির্বাচিত কমিটি আগামী দুই বছর তাদের দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২১ 
এমআইএইচ/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।