ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

অস্বাভাবিক দাম বাড়ায় পদ্মা সিমেন্টের লেনদেন স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১০
অস্বাভাবিক দাম বাড়ায় পদ্মা সিমেন্টের লেনদেন স্থগিত

ঢাকা: অস্বাভাবিক দাম বাড়ায় পদ্মা সিমেন্ট লিমিটেডের লেনদেন স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। রোববার  দুপুর ১২ টা ১০ মিনিটে ডিএসই এ লেনদেন স্থগিত করে।


 
২০০২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় পদ্মা সিমেন্ট। তালিকাভুক্তির প্রথম বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিলেও গত ৮ বছর ধরে কোনো ধরনের লভ্যাংশ দিচ্ছিল না। তারপরও গত কয়েক দিন ধরে এ কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে।

জানা গেছে, ১০ টাকা অভিহিত মূল্যে এ কোম্পানির প্রতিটি শেয়ার গতকাল সর্বশেষ লেনদেন হয় ২৭ টাকা। গত ৩১ আগস্ট এ কোম্পানির প্রতিটি শেয়ার ১৯ টাকায় লেনদেন হলেও মাত্র ৯ কার্যদিবসের ব্যবধানে দাম বেড়েছে প্রায় ৫০ শতাংশ।
 
এর আগে বৃহস্পতিবার ডিএসই’র পক্ষ থেকে পদ্মা সিমেন্টের কাছে শেয়ারের অস্বাভাবিক দাম বাড়ার কারণ জানতে চাওয়া হয়। রোববার কোম্পানির পক্ষ থেকে কারণ জানানোর পরিপ্রেক্ষিতে এ দিন দুপুরে ডিএসই এর লেনদেন স্থগিত করে।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।