ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

সাতক্ষীরার সেরা ৭ করদাতাকে সম্মাননা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
সাতক্ষীরার সেরা ৭ করদাতাকে সম্মাননা সেরা ৭ করদাতাকে সম্মাননা

সাতক্ষীরা: সাতক্ষীরার সর্বোচ্চ ও দীর্ঘ দিন ধরে আয়কর প্রদানকারী সেরা সাতজন করদাতাকে সম্মাননা দেওয়া হয়েছে।

বুধবার (২৪ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা উপ-কর কমিশনারের (সার্কেল-১৩) কার্যালয়ে খুলনা কর অঞ্চলের উদ্যোগে তাদের এ সম্মাননা দেওয়া হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-কর কমিশনার এসএম গাউস-ই-নাজ।

অনুষ্ঠানে ২০২০-২১ করবর্ষের কর দেওয়ার ভিত্তিতে দীর্ঘ দিন ধরে আয়কর প্রদানকারী করদাতা হিসেবে আব্দুর রশিদ ও নজরুল ইসলাম, জেলার সর্বোচ্চ করদাতা হিসেবে আবু হাসান, আব্দুস সবুর ও সুকুমার দাশ এবং তরুণ সর্বোচ্চ করদাতা হিসেবে শাহিনুর রহমান এবং নারী সর্বোচ্চ করদাতা হিসেবে মিজ আরতি ঘোষকে সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে সাতক্ষীরা উপ-কর কমিশনার কার্যালয়ের করপরিদর্শক জুয়েল মণ্ডল, জেলা ট্যাক্সেস বারের সভাপতি অ্যাডভোকেট শেখ রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠানে উপ-কর কমিশনার এসএম গাউস-ই-নাজ বাংলানিউজকে বলেন, উন্নত দেশ হিসেবে মাথা তুলে দাঁড়াতে হলে অভ্যন্তরীণ সম্পদ ব্যবহারের কোনো বিকল্প নেই।

এ সময় তিনি প্রধানমন্ত্রীর রূপকল্প বাস্তবায়নে দেশের সব নাগরিককে স্বতঃস্ফূর্তভাবে কর দিতে এগিয়ে আসার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।