ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

মার্জিন ঋণের তালিকা প্রকাশ না করায় পুঁজিবাজার চাঙ্গা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১০
মার্জিন ঋণের তালিকা প্রকাশ না করায় পুঁজিবাজার চাঙ্গা

ঢাকা: সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্দেশ অনুযায়ী গত বৃহস্পতিবার মার্জিন ঋণ নির্ধারণের তালিকা প্রকাশ করেনি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এ খবরে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) ও চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) চাঙ্গা হয়ে উঠেছে।



এ দিন উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। সেইসঙ্গে বেড়েছে আর্থিক ও শেয়ার লেনদেন, বাজার মূলধন ও সব সূচক।
 
রোববাব ডিএসইতে লেনদেন হওয়া ২ শ’ ৫৭ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১ শ’ ৩০ টির, কমেছে ১ শ’ ২০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭ টি কোম্পানির শেয়ার।

এ দিন লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৮ শ’ ১৬ কোটি ৬০ লাখ ৫৬ হাজার টাকা। এটি আগের দিনের চেয়ে ৪ শ’ ৭৫ কোটি ৬০ লাখ টাকা বেশি। সাধারণ মূল্য সূচক আগের দিনের চেয়ে ৪৭ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৮ শ’ ৪৪ দশমিক ৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

অন্যদিকে সিএসইতে লেনদেন হওয়া ১৯৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৩ টির, কমেছে ৯৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩ টি কোম্পানির শেয়ারের দাম।

এ দিন লেনদেনের পরিমাণ ১ শ’ ১৬ কোটি ৭৯ লাখ ৬৩ হাজার টাকা। এটি আগের দিনের চেয়ে ৪৮ কোটি ৬৭ লাখ ৪২ হাজার ৮ শ’ ২৭ টাকা বেশি। সাধারণ মূল্য সূচক আগের দিনের চেয়ে দশমিক ৩৩৩৩ শতাংশ বেড়ে ২০ হাজার ১৫৩ দশমিক ৬৫৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

এ ব্যাপারে ডিএসইর সাবেক সিনিয়র সহ-সভাপতি আহমেদ রশিদ লালী বাংলানিউজকে বলেন, ‘সম্প্রতি এসইসির বিভিন্ন সিদ্ধান্তের কারণে ডিএসই, সিএসই, সব মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা বিরাজ করছে। বিশেষ করে নিটিং সু্িবধা বন্ধ, মার্জিন ঋণের তালিকা প্রকাশের ক্ষেত্রে। ’

এসইসির এসব সিদ্ধান্ত পুনর্বিবেচনা না করলে পুঁজিবাজারে এ অনিশ্চয়তা কাটবে না বলে মন্তব্য করেন।

তবে রোববার বাজারে একটা গুজব ছিল যে এসইসি কিছু সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে জানিয়ে তিনি বলেন, ‘এ কারণেই পুঁজিবাজার কিছুটা চাঙ্গা হয়ে উঠেছে। ’
 
রোববার ডিএসইতে দাম বেড়েছে, এমন প্রধান ১০টি কো¤পানি হলো- কেয়া কসমেটিকস্, ফেডারেল ইন্স্যুরেন্স, বিচ্ হ্যাচারি, প্রাইম ফাইন্যান্স, কেয়া ডিটারজেন্ট, উত্তরা ফাইন্যান্স, রংপুর ফাউন্ড্রি, সিএমসি কামাল, দুলামিয়া কটন ও সামিট পোর্ট এলায়েন্স।
দাম কমার শীর্ষে থাকা প্রধান ১০টি কো¤পানি হলো-  বিডি অটোকারস্, নিলয় সিমেন্ট, মুন্নু স্টাফলার, ২য় আইসিবি, অ্যাম্বি ফার্মা, জুট স্পিনার্স, ৬ষ্ঠ আইসিবি, ৫ম আইসিবি, কোহিনূর কেমিক্যাল ও ৭ম আইসিবি।

অন্যদিকে সিএসইতে দাম বেড়েছে, এমন প্রধান ১০টি কো¤পানি হলো- ফেডারেল ইন্স্যুরেন্স, কেয়া কসমেটিকস লি., অ্যাপেক্স উইভিং, বিচ হ্যাচারি, প্রাইম ফাইনান্স, রংপুর ফাউন্ড্রি লি., রেকিট অ্যান্ড বেনকিজার লি., সমতা লেদার, কেয়া ডিটারজেন্ট এবং কাশেম ড্রাইসেল ।

দাম কমার শীর্ষে থাকা প্রধান ১০টি কো¤পানি হলো- মুন্নু সিরামিকস, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, জাগো করপোরেশন, আইসিবি এএমসিএল ইসলামি মিচ্যুয়াল ফান্ড, শমরিতা হাসপাতাল, নিলয় সিমেন্ট, আইসিবি ৬ষ্ঠ, ইমাম বাটন, আইসিবি ১ম এনআরবি মিচ্যুয়াল ফান্ড এবং নর্দার্ন জেনারেল ইন্স্যুরেন্স ।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।