ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

‘দারিদ্রবিরোধী মঞ্চ’র ছয়দিনব্যাপী প্রচারাভিযান চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১০

ঢাকা: ‘দারিদ্র বিরোধী মঞ্চ’র উদ্যোগে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনের দাবিতে আয়োজিত ছয়দিন ব্যাপী প্রচারাভিযানের শনিবার ছিল তৃতীয় দিন। বিকেলে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ঢাক-ঢোল বাজিয়ে ও থিম সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

পরে আলোচনা সভায় বিভিন্ন এনজিও ও শ্রমিক সংগঠনের নেতারা সংহতি প্রকাশ করে শুভেচ্ছা বক্তব্য রাখেন।
 
বক্তারা বলেন, ২০১৫ সাল নাগাদ দেশ থেকে ক্ষুধা ও দারিদ্র পুরোপুরি  নির্মূল করা না গেলেও যাতে সহনীয় পর্যায়ে নামিয়ে আনার চেষ্টাটুকু অন্তত করতে হবে।    একই সঙ্গে শিক্ষার ব্যাপারেও জোর দিতে হবে।

তারা বলেন, লক্ষ্য পূরণে শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না। এজন্য সবাইকে যার যার অবস্থান থেকে নিজের কাজটা করে যেতে হবে।
 
বেসরকারি সংগঠন ‘নারী প্রগতি সংস্থা’র নির্বাহী পরিচালক রোকেয়া কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ফজলে হোসেন বাদশা এমপি, ড. নীলুফার বানু, গার্মেন্টস শ্রমিক নেত্রী শামীমা নাসরীন, মণীষা বিশ্বাস প্রমুখ।
 
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

বাংলাদেশ স্থানীয় সময় ১৮৪৯ ঘন্টা, ১৮ সেপ্টেম্বর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।