ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

নর্থ বেঙ্গল সুগার মিলে বিক্ষোভ, অবস্থান ধর্মঘট

আল মামুন, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১০
নর্থ বেঙ্গল সুগার মিলে বিক্ষোভ, অবস্থান ধর্মঘট

নাটোর: মজুরি কমিশন ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে শনিবার বিক্ষোভ মিছিল ও অবস্থান ধর্মঘট পালন করেছেন নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক-কর্মচারীরা।
 
মিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আনোয়ার কামাল বাংলানিউজকে জানান,   শনিবার সকাল ১০টার দিকে শ্রমিক-কর্মচারীরা মিল চত্বরে বিক্ষোভ  এবং পরে  দুপুর দেড়টা পর্যন্ত অবস্থান ধর্মঘট করেন।


 
আনোয়ার কামাল আরও জানান, সরকার মজুরি কমিশন (পে-কমিশন) ঘোষণা ও বাস্তবায়ন করলেও নর্থ বেঙ্গল সুগার মিলে এখনো মজুরি কমিশন ঘোষণা করা হয়নি। তাই বিক্ষুব্ধ শ্রমিক-কর্মচারীরা এ কর্মসূচি পালন করেন।

মিলের ব্যবস্থাপনা পরিচালক হারেছ আলী বাংলানিউজকে বলেন, সরকার দেশের ১৭টি সুগার মিলে মজুরি কমিশন বাস্তবায়নে কাজ করছে জানিয়ে কর্মকর্তারা শ্রমিকদের অবস্থান ধর্মঘট তুলে নেওয়ার অনুরোধ করেন। এরপর তারা ধর্মঘট তুলে নেন।  

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।