ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইসলামী ব্যাংক রংপুর জোনের শরীআহ পরিপালন বিষয়ক ওয়েবিনার

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৮, আগস্ট ৫, ২০২১
ইসলামী ব্যাংক রংপুর জোনের শরীআহ পরিপালন বিষয়ক ওয়েবিনার ইসলামী ব্যাংক রংপুর জোনের শরীআহ পরিপালন বিষয়ক ওয়েবিনার।

ঢাকা: সম্প্রতি ইসলামী ব্যাংকের রংপুর জোনের ‘ব্যাংকিং কার্যক্রমে শরীআহ পরিপালন’ শীর্ষক ওয়েবিনার সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের ডাইরেক্টর মোহাম্মদ নাসির উদ্দিন, এফসিএমএ এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী।

ওয়েবিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ব্যাংকের শরীআহ সুপারভাইজরি কমিটির ভাইস চেয়ারম্যান মুফতী ছাইদ আহমদ। রংপুর জোনপ্রধান মীর রহমত উল্লাহর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুদ্দোহা ও রংপুর শাখাপ্রধান মো. শাহজাহান আলী।

রংপুর জোনের সকল শাখাপ্রধান ও কর্মকর্তারা ওয়েবিনারে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।