ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

৩০ জুনের মধ্যে পৌরকর দিলে সারচার্জ মওকুফ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, জুন ২৪, ২০২১
৩০ জুনের মধ্যে পৌরকর দিলে সারচার্জ মওকুফ

রাজশাহী: আগামী ৩০ জুনের মধ্যে রাজশাহী সিটি করপোরেশনের পৌরকর পরিশোধ করলে সারচার্জ মওকুফ করা হবে।  

বৃহস্পতিবার (২৪ জুন) রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাইদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘রাজশাহী সিটি করপোরেশনের হোল্ডিং মালিকদেরকে জানানো যাচ্ছে, যেসব করদাতা ৩০ জুনের মধ্যে বকেয়াসহ হাল সনের সমুদয় পৌরকর পরিশোধ করবেন, তাদের বকেয়া করের ওপর আরোপিত সমস্ত সারচার্জ মওকুফ করা হবে এবং হাল পাওনার ওপর বিধি মোতাবেক রিবেট প্রদান করে পৌরকর গ্রহণ করা হবে।  

এছাড়াও ট্রেড লাইসেন্সের হাল ও বকেয়ার ওপর সারচার্জ মওকুফ করা হয়েছে এবং যাদের অটো রিকশা/চার্জার রিকশা ও চালকের রেজিস্ট্রেশন আছে তাদেরকে আগামী ৩০ জুন তারিখের মধ্যে নবায়ন করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো। ৩০ জুনের মধ্যে হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স, অটো রিকশা চার্জার রিকশা এবং চালক লাইসেন্স ফি পরিশোধ করে সারচার্জ মওকুফে করা হবে।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, জুন ২৪, ২০২১
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।