ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

রূপালী ব্যাংকের সাইবার সিকিউরিটি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩২ ঘণ্টা, জুন ২১, ২০২১
রূপালী ব্যাংকের সাইবার সিকিউরিটি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

ঢাকা: রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমি, কুমিল্লা স্থানীয় ইউনিটের উদ্যোগে ‘সাইবার সিকিউরিটি প্রোসেস অ্যান্ড প্রিভেনশন ইন ব্যাংক’ শীর্ষক  প্রশিক্ষণ কর্মশালা ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে শেষ হয়েছে।  

সম্প্রতি অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় সমাপনী বক্তা হিসেবে অংশ নেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমান।

 

কোর্সটি উদ্বোধন করেন ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক ও কুমিল্লা বিভাগীয় প্রধান (অতিরিক্ত দায়িত্ব) মো. মজিবর রহমান।

আইসিটি সিস্টেম বিভাগের উপ-মহব্যবস্থাপক মো. রহমতুল্লা সরকারসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের মাধ্যমে প্রশিক্ষণ কোর্সটি পরিচালনা করা হয়।

কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের আওতাধীন জোনাল অফিসের কর্মকর্তা ও শাখাসমূহের ব্যবস্থাপকরা প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন। কোর্সটিকে সময়োপযোগী, ইতিবাচক ও কার্যকর হিসেবে মূল্যায়ন করা হয়।  

বাংলাদেশ সময়: ০৮২৬ ঘণ্টা, জুন ২১, ২০২১
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।