ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

অনলাইনে রিটার্ন: ১১ দিনে ৬ জনের সাড়া!

মসিউর আহম্মেদ মাসুম, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১০

ঢাকা: অনলাইনে আয়কর বিবরণী (রিটার্ন) জমা দেওয়ার কার্যক্রম উদ্বোধনের ১১ দিন পার হলেও বৃহস্পতিবার পর্যন্ত জমা পড়েছে মাত্র ৬ জনের বিবরণী।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সাধারণত শেষের দিকেই (২৮,২৯ তারিখ) বেশিরভাগ করদাতা রিটার্ন জমা দেন।

তাই হতাশ হওয়ার কিছু নেই।     

করাঞ্চল-৮ এ ৯টি সার্কেলে টিআইএন (টিন) নম্বরধারীর সংখ্যা ৩০ হাজার। আর এর মধ্যে নিয়মিত কর দেন এমন করদাতার সংখ্যা ১৮ হাজার।

করদাতাদের হয়রানিমুক্তভাবে কর দেওয়ার দাবির মুখে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ক্লিন ইমেজ তৈরি ও ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে অনলাইনে আয়কর বিবরণী দাখিলের কার্যক্রম শুরুর উদ্যোগ নেওয়া হয়। এ পর্যন্ত ১৮ করাঞ্চলের মধ্যে করাঞ্চল-৮ এ অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের কার্যক্রম চালু হয়েছে।

গত ৫ সেপ্টেম্বর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কার্যক্রমের উদ্বোধন করেন। সেদিন তিনি নিজেও আয়কর বিবরণী জমা দেন। তবে উদ্বোধনের ১১ দিন পার হয়ে গেলেও অর্থমন্ত্রীকে নিয়ে এ পর্যন্ত আয়কর রিটার্ন জমা দেওয়া করাদাতার  সংখ্যা মাত্র ৬।

এনবিআরের একজন দয়িত্বশীল কর্মকর্তা বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

এ চিত্র সম্পর্কে করাঞ্চল-৮ এর কর কমিশনার কালিপদ হালদারের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘সাধারণ ২৯, ৩০ তারিখের দিকে বেশিরভাগ করদাতা রিটার্ন জমা দেয়। আশা করি এবার এক হাজার করদাতা অনলাইনে কর রিটার্ন দিবে। ’

মূলত করাঞ্চল-৮ কে প্রথমে অনলাইনের আওতায় আনার কারণ এ অঞ্চলের করদাতারা শিক্ষিত ও আধুনিক। তারা ইন্টারনেট সম্পর্কে অবহিত। এদের বেশির ভাগই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, চিকিৎসক, আইনজীবী, স্থপতি। গুলশান ও বনানী এলাকার করদাতারাই এ অঞ্চলের অন্তর্ভুক্ত।

কালিপদ হালদার বলেন, ‘এটি পরীক্ষামূলক কার্যক্রম। আমরা রাতদিন চেষ্টা করে অনলাইনে আয়কর রিটার্ন জমা নেওয়ার কার্যক্রম শুরু করতে সফল হয়েছি। ’

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।