ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

এপ্রিলে রেমিট্যান্স এসেছে ২০৬ কোটি ডলার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, মে ২, ২০২১
এপ্রিলে রেমিট্যান্স এসেছে ২০৬ কোটি ডলার

ঢাকা: চলতি বছরের এপ্রিল মাসেও প্রবাসীরা ২০৬ কোটি ডলার পাঠিয়েছেন দেশে। যা আগের মাসের চেয়ে ১৫ কোটি ডলার বেশি।

 

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

রেমিট্যান্স প্রবাহ স্থিতিশীল থাকায় ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। বর্তমানে দেশে রিজার্ভ দাঁড়িয়েছে প্রায় ৪৫ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিল মাসে প্রবাসীরা ২০৬ কোটি ৭ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। মার্চে পাঠিয়েছিলেন ১৯১ কোটি ৬৬ লাখ মার্কিন ডলার। গেলো বছরের জুলাই থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত রেমিট্যান্সের প্রবৃদ্ধি হয়েছে ৩৯ শতাংশ।

২০১৯-২০ অর্থবছরের বাজেটে ২ শতাংশ হারে প্রণোদনা ঘোষণা করা হয়। বৈধ উপায়ে প্রবাসী আয় বাড়াতে এমন সিদ্ধান্ত নেয় সরকার। সে অনুযায়ী, গত বছরের ১ জুলাই থেকে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠালে প্রতি ১০০ টাকার বিপরীতে ২ টাকা প্রণোদনা পেয়ে আসছেন। এর ফলে করোনার মধ্যেও রেকর্ড গড়ছে রেমিট্যান্স।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, ০২, ২০২১
এসই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।