ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

১ মিনিটে ৫০০০ রিয়েলমি স্মার্টফোন বিক্রি করলো ইভ্যালি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৪ ঘণ্টা, মার্চ ৭, ২০২১
১ মিনিটে ৫০০০ রিয়েলমি স্মার্টফোন বিক্রি করলো ইভ্যালি

ঢাকা: মাত্র ১ মিনিটেই তরুণদের কাছে অন্যতম পছন্দের মোবাইল ব্র্যান্ড রিয়েলমির, সেভেন প্রো স্মার্টফোনের প্রায় পাঁচ হাজার ইউনিট বিক্রি করেছে ইভ্যালি।

শুক্রবার (৫ মার্চ) রাত ১০ টায় ইভ্যালির সাইক্লোন অফারে দ্রুততম চার্জিং এই স্মার্টফোনটি বিশেষ মূল্যছাড়ে ও আকর্ষণীয় দামে গ্রাহকদের কেনার সুযোগ করে দেয় ইভ্যালি।

বিক্রি শুরুর মাত্র এক মিনিটের মধ্যেই ইভ্যালিতে বিক্রির পুরোনো সব রেকর্ড ভেঙে দিয়ে নতুন রেকর্ড গড়ে নেয় রিয়েলমির এই ডিভাইসটি।

এন্ড্রয়েড ১০ প্রযুক্তির এই স্মার্টফোনটিতে রয়েছে ৬৫ ওয়াট সুপারডার্ট চার্জিং টেকনোলজি। এর ফলে মাত্র ৩৪ মিনিটেই পুরো মোবাইলের চার্জ সম্পূর্ণ হবে। এতে আছে ৬.৪ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে , সাইডে রয়েছে ৬৪ মেগাপিক্সেল সনির কোয়াড ক্যামেরা এবং ফ্রন্টে ব্যবহার করা হয়েছে ৩২ মেগাপিক্সেল এর ক্যামেরা। সাথে থাকছে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি রম! রিয়েলমি সেভেল প্রো এর বাজারমূল্য ২৭ হাজার ৯৯০ টাকা।

বাংলাদেশ সময়: ০২৩৫ ঘণ্টা, মার্চ ০৭, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।