ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

খুলনার সম্মাননা পেলেন ৫৫ করদাতা

শেখ হেদায়েতুল্লাহ, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১০

খুলনা : খুলনায় ৫৫ করদাতাকে সম্মাননা দেওয়া হয়েছে। আয়করদাতাদের উৎসাহ ও গণসচেতনতা সৃষ্টির লক্ষে জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে নগরীতে প্রথমবারের মতো বিভাগীয় পর্যায়ে জাতীয় আয়কর দিবস উপলক্ষে বুধবার তাদের এই সম্মাননা দেওয়া হয়।



খুলনা বিভাগের দশ জেলা এবং খুলনা সিটি করপোরেশন এলাকার পাঁচজন করে সর্বোচ্চ ও দীর্ঘমেয়াদী এই দুই ক্যাটাগরীতে তাদের এই রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়।

নগরীর জিয়া হলে বেলা ১১টায় ওই কর অঞ্চল খুলনা এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে।

সেরা করদাতাদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

এর আগে বেলা ১০ টায় দিবসটি উপলক্ষে সিটি মেয়রের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

এ ব্যাপারে কর অঞ্চল খুলনার কর্মকর্তা শেখর রায় বাংলানিউজকে বলেন, ‘আয়কর দিতে  উৎসাহ সৃষ্টির লক্ষে এ সম্মাননার আয়োজন করা হয়েছে। খুলনা বিভাগে ২০০৯-২০১০ অর্থ বছরে ৩০৬ কোটি টাকা আয়কর রিটার্ন জমা হয়েছে। এর আগে ২০০৮-২০০৯ অর্থ বছরে আয়কর রিটার্ন জমা হয়েছিলো ২১৬ কোটি টাকা।

বাংলাদেশ সময় : ২০২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।