ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

করল্লার কেজি ৭৫ পয়সা, বেচতে এসে পানিতে ফেলছেন চাষীরা

এম আকবর টুটুল, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১০
করল্লার কেজি ৭৫ পয়সা, বেচতে এসে পানিতে ফেলছেন চাষীরা

বাগেরহাট: বর্ষায় জেগে ওঠা চিত্রা নদীর পানিতে ভাসছে কাঁড়ি কাঁড়ি করল্লা। আর সেগুলো নিয়ে খেলায় মেতেছে শিশু-কিশোররা।



বুধবার এ দৃশ্য দেখা গেলো বাগেরহাট জেলা সদর থেকে ১৪ কিলোমিটার দূরের চিতলমারি উপজেলা সদরে যাওয়ার পথে।

হাট ঘুরে জানা গেলো, শুরু হয়েছে বন্যা। তাই ক্ষেতের সবজি তড়িঘড়ি তুলে বিক্রির জন্য প্রত্যন্ত অঞ্চল থেকে উপজেলা সদরের হাট-বাজারে এসে ভিড় করছেন চাষীরা। এ সুযোগ কাজে লাগিয়ে স্থানীয় মধ্যস্বত্ত্বভোগীরা সিন্ডিকেটের মাধ্যমে প্রতি কেজি করল্লা মাত্র ৭৫ পয়সা অর্থাৎ ৩০ টাকা মণ দরে বিক্রি করতে বাধ্য করছেন। এতে উৎপাদন মূল্য তো দূরের কথা, আড়তে আনার ভ্যান ভাড়াও তুলতে পারছেন না কৃষক। তাই রাগ করে করল্লা ভাসিয়ে দিচ্ছেন খালে।
 
সাধন বৈরাগী, শৈলেন ব্রাক্ষ্ম, দেবদাস বিশ্বাস, হরিপদ বসু ও পরিমল বিশ্বাসসহ আরও ক’জন কৃষক বাংলানিউজকে জানান, বহু কষ্টে উৎপাদিত ফসলের নায্যমূল্য না পেয়ে চাষীরা রাগ হয়ে শত শত কেজি করল্লা নদীতে ভাসিয়ে দিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।