bangla news

অস্বাভাবিক দাম বাড়ায় নিলয় সিমেন্টের লেনদেন স্থগিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০-০৯-১৫ ৭:৪৩:০২ এএম

অস্বাভাবিক দাম বেড়ে যাওয়ায় নিলয় সিমেন্ট লিমিটেডের শেয়ারের লেনদেন স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। বুধবার দুপুর ১২টা ১০ মিনিটে এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত করা হয়।

ঢাকা: অস্বাভাবিক দাম বেড়ে যাওয়ায় নিলয় সিমেন্ট লিমিটেডের শেয়ারের লেনদেন স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। বুধবার দুপুর ১২টা ১০ মিনিটে এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত করা হয়।
 
এর আগে ডিএসই থেকে কোম্পানিটির শেয়ারের অস্বাভাবিক দাম বাড়ার কারণ জানতে চাওয়া হয়। এর জবাবে ১৪ সেপ্টেম্বর কোম্পানি থেকে বলা হয় নিলয় সিমেন্টের শেয়ারের দাম বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোনো তথ্য তাদের কাছে নেই।

দুর্বল মৌলভিত্তি জেড ক্যাটাগরির নিলয় সিমেন্ট লোকসানে থাকায় গত চার বছর ধরে শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দিচ্ছে না। তারপরও গত ক`দিন ধরে এ কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিক বাড়ছে।

কোম্পানির একশ’ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের দাম গত ৩১ আগস্ট ২শ’ ৪০ টাকায় লেনদেন হলেও গতকাল তা ৩শ’ ৪৮ টাকায় উঠে যায়। মাত্র সাত কার্যদিবসের ব্যবধানে এর শেয়ারের দাম এক লাফে বেড়ে গেছে একশ’ আট টাকা।   

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ১৫ সেপ্টেম্বর ২০১০

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2010-09-15 07:43:02