ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

মাগুরায় নিরাপদ সবজি বিক্রয় কেন্দ্র উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২১
মাগুরায় নিরাপদ সবজি বিক্রয় কেন্দ্র উদ্বোধন নিরাপদ সবজি বিক্রয় কেন্দ্র। ছবি: বাংলানিউজ

মাগুরা: মাগুরায় নিরাপদ সবজি বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।  মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে শহরের নতুন বাজারে এ বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন জেলা কৃষি অধিদপ্তরের উপ পরিচালক সুশান্ত প্রামাণিক।

 

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সুফিয়ান। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় এ বিক্রয় কেন্দ্র বাস্তবায়নে রয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা অল্টারনেটিভ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ।

অল্টারনেটিভ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের আঞ্চলিক ব্যবস্থাপক আলিয়ার রহমান জানান, দেশের বিভিন্ন জেলায় এ ধরনের নিরাপদ সবজি বিক্রয় কেন্দ্র চালু করা হয়েছে। এখানে ক্রেতারা রাসায়নিক সার ও বিষমুক্ত সবজি কিনতে পারবেন। মাগুরা জেলায় আমাদের ২০ জন কৃষক তাদের ক্ষেতে জৈব সার ও ফেরোমন ট্র্যাপ ব্যবহারের মাধ্যমে সবজি উৎপাদন করছে। তাদের সেই সবজি এখানে বিক্রয় করা হবে। যা মানুষের স্বাস্থ্য সুরক্ষায় সহায়ক হবে।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।