bangla news

এসইসির অনুমোদনের অপেক্ষায় ৩৭টি মিউচ্যুয়াল ফান্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০-০৯-১৫ ৫:৫৩:১৩ এএম

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) অনুমোদনের অপেক্ষায় রয়েছে চার হাজার ৫শ’ ৭০ কোটি টাকার ৩৭টি মিউচ্যুয়াল ফান্ড।

ঢাকা: সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) অনুমোদনের অপেক্ষায় রয়েছে চার হাজার ৫শ’ ৭০ কোটি টাকার ৩৭টি মিউচ্যুয়াল ফান্ড।

পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে এসইসিতে বিভিন্ন সময়ে করা মিউচ্যুয়াল ফান্ডগুলোর আবেদন কমিশন পর্যায়ক্রমে যাচাই করছে।
 
নাম প্রকাশে অনিচ্ছুক কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলানিউজকে এর সত্যতা নিশ্চিত করেছেন।

এসইসির অনুমোদনের অপেক্ষায় থাকায় মিউচ্যুয়াল ফান্ডগুলো হলো- আল-আরাফা ইসলামী ব্যাংক ১ম মিউচ্যুয়াল ফান্ড (একশ’ কোটি), এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচ্যুয়াল ফান্ড (৩শ’ কোটি), এমবিএল ১ম মিউচ্যুয়াল ফান্ড (একশ’ কোটি), সাউথইস্ট ব্যাংক ১ম মিউচ্যুয়াল ফান্ড (একশ’ কোটি), ওয়ান ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড (একশ’ কোটি), এলআর গ্লোবাল ইসলামী মিউচ্যুয়াল ফান্ড (দেড়শ’ কোটি), ইবিএল-এনআরবি মিউচ্যুয়াল ফান্ড (দেড়শ’ কোটি), সোনালী ব্যাংক লিমিটেড ১ম আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ড (একশ’ কোটি), এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড-১ (একশ’ কোটি), এনএলআই ১ম মিউচ্যুয়াল ফান্ড (একশ’ কোটি), আইসিবি এএমসিএল সোস্যাল রেসপন্স মিউচ্যুয়াল ফান্ড (একশ’ কোটি), আইসিবি এএমসিএল গ্রোথ মিউচ্যুয়াল ফান্ড-১ (একশ’ কোটি), ইউএলবি ১ম মিউচ্যুয়াল ফান্ড (১শ’ ২০ কোটি), এসআইবিএল ১ম মিউচ্যুয়াল ফান্ড (একশ’ কোটি), পিএলএফএস ১ম মিউচ্যুয়াল ফান্ড (৫০ কোটি), ১ম অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড (একশ’ কোটি), রূপালী লাইফ ইন্স্যুরেন্স ১ম মিউচ্যুয়াল ফান্ড (একশ’ কোটি), প্রাইম ফাইন্যান্স ২য় মিউচ্যুয়াল ফান্ড (একশ’ কোটি), স্ট্যান্ডার্ড ব্যাংক ১ম আইসিবি এএমসিএ মিউচ্যুয়াল ফান্ড (একশ’ কোটি), নর্দার্ন জেনারেল ইন্স্যুরেন্স ১ম মিউচ্যুয়াল ফান্ড (৫০ কোটি), এক্সিম ব্যাংক ১ম মিউচ্যুয়াল ফান্ড (একশ’ কোটি), ভিআইপিবি এনআরবি গ্রোথ ফান্ড (৫০ কোটি), এনসিসিবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড (একশ’ কোটি), ১ম জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড (২শ’ কোটি), প্রাইম ফাইন্যান্স ১ম এনআরবি ইউনিট ফান্ড (৫০ কোটি), বি ব্যাংক ১ম মিউচ্যুয়াল ফান্ড (৩শ’ ৫০ কোটি), ট্রাস্ট ব্যাংক ১ম কায়েন্ট মিউচ্যুয়াল ফান্ড (২শ’ কেটি),  ট্রাস্ট ব্যাংক এনআরবি মিউচ্যুয়াল ফান্ড (২শ’ কোটি), ২৯. প্রাইম ব্যাংক ২য় মিউচ্যুয়াল ফান্ড (৩শ’ কোটি), প্রিমিয়াম ব্যাংক ১ম মিউচ্যুয়াল ফান্ড (একশ’ কোটি), প্রাইম ব্যাংক ফাউন্ডেশন মিউচ্যুয়াল ফান্ড (৫০ কোটি), এসজেআইবিএল ১ম ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড (একশ’ কোটি), ১ম জিএসপি ক্যাপিটাল গ্রোথ ফান্ড (৫০ কোটি), ৩৪. উত্তরা ফাইন্যান্স ১ম মিউচ্যুয়াল ফান্ড (একশ’ কোটি), ফ্রেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ১ম মিউচ্যুয়াল ফান্ড (একশ’ কোটি), মেঘনা লাইফ মিউচ্যুয়াল ফান্ড স্কিম-১ মিউচ্যুয়াল ফান্ড (একশ’ কোটি) এবং যমুনা ব্যাংক প্রথম আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ড (২শ’ কোটি)।

এসইসি পুঁজিবাজারের বিনিয়োগের গভীরতা বাড়াতে প্রতি মাসে কমপক্ষে দু’টি নতুন মিউচ্যুয়াল ফান্ড অনুমোদনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এরই অংশ হিসেবে বর্তমানে ৩৭টি মিউচুয়াল ফান্ড পুঁজিবাজারে আসার চুড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বর্তমানে পুঁজিবাজারে ২৬টি তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ড রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ১৫ সেপ্টেম্বর  ২০১০

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2010-09-15 05:53:13