ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

ছয় মাসের মধ্যে বিমানের কার্গো হ্যান্ডলিং ক্ষমতা বাড়বে : বাণিজ্যমন্ত্রী

ন্যাশনাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১০
ছয় মাসের মধ্যে বিমানের কার্গো হ্যান্ডলিং ক্ষমতা বাড়বে : বাণিজ্যমন্ত্রী

ঢাকা : আগামী ছয় মাসের মধ্যে বিমানের কার্গো হ্যান্ডলিং ক্ষমতা অনেকাংশে বেড়ে যাবে । এ সময়ের মধ্যে পণ্য রপ্তানির সব বাধাও দূর হবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান।



মঙ্গলবার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো হ্যান্ডলিং  ব্যবস্থা দেখতে বিমানবন্দরে যান মন্ত্রী। এ সময় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সং্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী গোলাম মুহাম্মদ কাদেরও উপস্থিত ছিলেন। এছাড়া সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার কমোডর মাহমুদ হোসেন, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান জালাল আহমেদ, কার্গো ম্যানেজার জুনায়েদ এবং বাংলাদেশ ফ্রেইড ফরওয়ার্ড অ্যাসোসিয়েশনের সভাপতি হেলালুদ্দিন উপস্থিত ছিলেন।

চলতি অর্থবছরের রপ্তানির লক্ষ্যমাত্রা ১৮ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এ লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে রপ্তানির ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলো দূর করতে হবে। সরকার এ ব্যাপারে উদ্যোগ নিয়েছে। ’

বাংলাদেশ সময় : ২৩৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।