ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

জাতীয় আয়কর দিবস বুধবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১০

ঢাকা: দেশে তৃতীয়বারের মত ১৫ সেপ্টেম্বর বুধবার পালিত হবে জাতীয় আয়কর দিবস ২০১০। দিবসটি উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।



বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে সকাল আটটায় র‌্যালি। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এনবিআরের সামনে র‌্যালির উদ্বোধন করবেন।

এনবিআর সূত্র জানায়, এ বছরই প্রথমবারের মতো প্রত্যেক কমিশনার কার্যালয়ে আয়কর দিবসের অনুষ্ঠান করা হবে। সম্মাননা দেওয়া হবে প্রতিটি সিটি করপোরেশনে দীর্ঘ সময় ধরে কর প্রদানকারী দুই জন এবং সর্বোচ্চ কর প্রদানকারী তিন জন করে মোট পাঁচ জন সেরা করদাতাকে। একইভাবে প্রত্যেক জেলা থেকে মোট পাঁচ জনকে সেরা করদাতা হিসেবে নির্বাচন করা হয়েছে।

বুধবার ঢাকা অফিসার্স কাবে এনবিআর আয়োজিত অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নির্বাচিতদের হাতে সনদ তুলে দেবেন।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।