ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

কোভিড-১৯ মোকাবিলায় বহুমুখী পদক্ষেপ নিয়ে আলোচনা সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২০
কোভিড-১৯ মোকাবিলায় বহুমুখী পদক্ষেপ নিয়ে আলোচনা সভা কোভিড-১৯ মোকাবিলায় বহুমুখী পদক্ষেপ নিয়ে আলোচনা সভা

ঢাকা: দক্ষিণ এশিয়ায় কোভিড-১৯ মোকাবিলায় বহুমুখী পদক্ষেপ নেওয়ার বিষয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে ‘দ্য মাল্টিলেটারেল রেসপন্স টু কোভিড-নাইনটিন পার্সপেক্টিভ ফ্রম সাউথ এশিয়া’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়।

ভার্চ্যুয়াল এ আলোচনা সভায় দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেন।

আলোচনা সভাটি যৌথভাবে আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) এবং অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি)

আলোচনা সভায় সূচনা বক্তব্য দেন এবং পরিচালনা করেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা আকতার।

আলোচনা সভায় কি-নোট উপস্থাপন করেন যৌথভাবে হেড অব ইউনিট পলিসি এনালাইসিস অ্যান্ড স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট কো-অপারেশণ ডিরেক্টরেট মি. অলিভিয়ের চাট্টানিও এবং সাউদার্ন ভয়েসের চেয়ারম্যান এবং সিপিডির ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

আলোচনা করেন ইন্ডিয়ান রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ফর ডেভেলপমেন্ট কান্ট্রিজ (আরআইএস ) এর ডিরেক্টর জেনারেল অধ্যাপক সাচিন চতুর্বেদী, পাকিস্তানের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট পলিসি ইন্সটিউটের এক্সিউটিভ ডিরেক্টর ড.আদুল কাইয়ুম সুলেরি, শ্রীলংকার ইন্সটিটিউট অব পলিসি স্টাডিজের এক্সিউটিভ ডিরেক্টর ড. দুশানি উইরাকন, নেপালের সাউথ এশিয়া ওয়াচ অন ট্রেড, ইকনোমিকস অ্যান্ড এনভায়রনমেন্ট ড. পুষ্পা শর্মা।

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মির্জা আজিজুল হক। আলোচনা সভায় ভিডিও মেসেজের মাধ্যমে অংশ নেন অর্গানাইজেশন ফর ইকোনোমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের সেক্রেটারি জেনারেল মি. এঞ্জেল গাড়িয়া।

ভার্চ্যুয়াল আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান।

অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি) সম্প্রতি মাল্টিলেটারেল ডেভেলপমেন্ট ফাইন্যান্স ২০২০ শীর্ষক প্রতিবেদন তৈরি করেছে। এতে বলা হয়, বিশ্বের এখন প্রয়োজন কার্যকর বহুমুখী উন্নয়ন অর্থনৈতিক ব্যবস্থা। ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য করোনা ভাইরাস মহামারির ক্ষতি পুনরুদ্ধারে উন্নয়নশীল দেশগুলোকে সহযোগিতার বিষয়ে বলা হয় প্রতিবেদনটিতে। মঙ্গলবার দক্ষিণ এশিয়ায় এ প্রতিবেদন প্রকাশ করা হয়।

এতে বলা হয়, করোনা ভাইরাসের আগেও সাস্টেইনেবল ডেভেলপমেন্টে গোলের নির্ধারিত লক্ষ্যের থেকে ফাইন্যান্সিয়াল পার্থক্য ছিল ২ দশমিক ৫ ট্রিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে কোনো দেশ ২০৩০ সালের সবগুলো লক্ষ্য পূরণের পর্যায়ে নেই। দক্ষিণ এশিয়ার দেশগুলোও বিশাল ফাইন্যান্সিয়াল পার্থক্য রয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর সরকার করোনার সময় দ্বিমুখী সমস্যা মোকাবিলা করছে। একদিকে রাজস্ব আয় বাড়ানোর চ্যালেঞ্জ, অন্যদিকে সামাজিক ব্যয় বৃদ্ধি।

আলোচকরা নিজ নিজ দেশের প্রেক্ষাপটে করোনা ভাইরাস কালীন সমস্যা এবং উত্তরণের বিষয়ে তাদের বক্তব্য তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২০
আরকেআর/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।