ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

ফাইভ স্টার এনার্জি রেটিংয়ের অনুমোদন পেলো কনকা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২০
ফাইভ স্টার এনার্জি রেটিংয়ের অনুমোদন পেলো কনকা

ঢাকা: কনকা ব্র্যান্ডের রেফ্রিজারেটর / ফ্রিজারের পাঁচটি মডেলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফাইভ স্টার এনার্জি রেটিং লেবেল বসানোর অনুমোদন দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

সম্প্রতি বিএসটিআই কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটিকে এ অনুমতি দেয়।

এখন থেকে কনকা রেফ্রিজারেটর / ফ্রিজার ব্র্যান্ড এবং এর পাঁচটি মডেল (KRT200GB, KRT240GB, KRB200GB, KRB230GB, KDF200GB) - এ বিএসটিআই অনুমোদিত ফাইভ স্টার এনার্জি রেটিং লেবেল ব্যবহার করতে পারবে। এনার্জি রেটিংয়ের ক্ষেত্রে যত বেশি তারকা (স্টার), পণ্যটি তত বেশি শক্তি বা এনার্জি এফিশিয়েন্ট।  

কনকা রেফ্রিজারেটরের ফ্যাক্টরি আনুষ্ঠানিকভাবে পরিদর্শনের পর বাংলাদেশের উৎপাদিত প্রতিটি মডেলের নমুনা সংগ্রহ করে তা বিএসটিআই-এর পরীক্ষাগারে পরীক্ষার পর ফলাফলের ভিত্তিতেই বিএসটিআই এ অনুমোদন দেয়। এর ফলে দেশের এ প্রতিষ্ঠানের উৎপাদিত প্রতিটি পণ্যই ফাইভ স্টার রেটিং প্রাপ্ত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২০
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।