ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

৭ প্রকল্পে ৩.২ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেবে জাপান

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, আগস্ট ১২, ২০২০
৭ প্রকল্পে ৩.২ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেবে জাপান

ঢাকা: বাংলাদেশের ৭টি মেগা প্রকল্পে ঋণ সহায়তা দেবে জাপান। এ লক্ষ্যে বাংলাদেশকে ৩.২ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে দেশটি।

 

বুধবার (১২ আগস্ট) ঢাকার জাপান দূতাবাস থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এতে উল্লেখ করা হয়, বাংলাদেশের ৭টি প্রকল্পে ঋণ সহায়তা দেবে জাপান। এ লক্ষ্যে বুধবার ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ফাতেমা ইয়াসমিন চুক্তি সইয়ের নোট বিনিময় করেছেন। সে অনুযায়ী জাইকার মাধ্যমে বাংলাদেশ এই ঋণ সহায়তা পাবে। এই ঋণের সুদ হবে মাত্র ০.৬৫ শতাংশ।  

যে ৭ প্রকল্পে এই অর্থ ব্যয় হবে, সেগুলো-যমুনা রেলওয়ে সেতু নির্মাণ প্রকল্প, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বর্ধিত প্রকল্প, ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্প, চট্টগ্রাম-কক্সবাজার হাইওয়ে প্রকল্প, ফুড ভ্যালু চেইন উন্নয়ন প্রকল্প এবং নগর উন্নয়ন ও শহর সুশাসন প্রকল্প।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, আগস্ট ১২, ২০২০
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।