ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

বিদেশি বিনিয়োগের লভ্যাংশ রাখা যাবে ফরেন কারেন্সি অ্যাকাউন্টে  

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, জুলাই ৮, ২০২০
বিদেশি বিনিয়োগের লভ্যাংশ রাখা যাবে ফরেন কারেন্সি অ্যাকাউন্টে   ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশি প্রতিষ্ঠানে বিদেশি  বিনিয়োগকারীদের লভ্যাংশের অর্থ এখন থেকে ফরেন কারেন্সি (এফসি) অ্যাকাউন্ট খুলে সেখানে জমা রাখা যাবে। সুবিধা মতো সময়ে ওই অ্যাকাউন্ট থেকে অর্থ নিজ দেশ অথবা যেখানে খুশি নিয়েও যেতে পারবেন।


 
মঙ্গলবার (৭ জুলাই) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি অনুমোদিত ডিলার ব্যাংকের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংকের ফরেন একচেঞ্জ পলিসি বিভাগ।
 
এতে বলা হয়েছে, বিদেশি   বিনিয়োগকারী চাইলে ওই অর্থ তুলে আবার বাংলাদেশের নিজের প্রতিষ্ঠান অথবা অন্য কোনো প্রতিষ্ঠানে বিনিয়োগও করতে পারবেন। এতদিন বিদেশি   বিনিয়োগকারীরা বিধি-বিধান মেনে লভ্যাংশের অর্থ নিজেদের দেশে নিয়ে যেতে পারতেন। এখন থেকে ফরেন কারেন্সি অ্যাকাউন্ট খুলে সেখানে জমা রাখতে পারবেন। চাইলে অন্য কোনো দেশ অথবা বাংলাদেশের অন্য কোনো প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে পারবেন।
 
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ফরেন একচেঞ্জ পলিসি বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ খুরশীদ ওয়াহাব বলেন, বিদেশি   বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অনুরোধের প্রেক্ষিতে বিদেশি   বিনিয়োগকারীদের ফরেন কারেন্সি অ্যাকাউন্ট খোলার অনুমতি ও এসব সুবিধা দেওয়া হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, জুলাই ০৮, ২০২০
এসই/ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।