ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

কুড়িগ্রামে কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে কৃষকের বাজার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, জুন ২০, ২০২০
কুড়িগ্রামে কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে কৃষকের বাজার

কুড়িগ্রাম: কুড়িগ্রামে কৃষকের উৎপাদিত কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে সরাসরি ক্রেতাদের কাছে পণ্য বিক্রয়ের লক্ষ্যে জেলা শহরের জিয়াবাজারে কৃষকের বাজার উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২০ জুন) দুপুরে কুড়িগ্রাম শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত জিয়াবাজারে জেলা কৃষি বিপণন অধিদপ্তরের আয়োজনে কৃষকের বাজার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।  

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. মোস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন মঞ্জু, জেলা কৃষি বিপণন কর্মকর্তা মমতা হক প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্যতিক্রমী এ কৃষিপণ্যের বাজার উদ্বোধনের ফলে কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পাবে এবং প্রান্তিক কৃষকরা সরাসরি ক্রেতাদের কাছে তাদের উৎপাদিত পণ্য বিক্রি করতে পেরে উৎসাহিত হবে।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, জুন ২০, ২০২০
এফইএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।