ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

এবারের বাজেট হতে হবে টিকে থাকার: আতিউর রহমান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, জুন ১, ২০২০
এবারের বাজেট হতে হবে টিকে থাকার: আতিউর রহমান

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, এবারের বাজেট হতে হবে বেঁচে থাকার বাজেট। টিকে থাকার বাজেট। কেননা চলমান করোনা ভাইরাস সহসাই কাটবে না। এটা দীর্ঘায়িতই হবে বলে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে।

সোমবার (০১ জুন) ব্র্যাক আয়োজিত কোভিড-১৯ ও জাতীয় বাজেট ২০২০-২১ শীর্ষক এক ভার্চ্যুয়াল আলোচনায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্র্যাকের চেয়ারপারসন ড. হোসেন জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য বক্তব্য রাখেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আফিস সালেহ ও কেএএম মুরশিদ।

ড. আতিউর রহমান বলেন, মানুষ এখন প্রচণ্ড ভীতির মধ্যে আছেন। ভয়টা হলো আক্রান্ত হবো কিনা। আক্রান্ত হলে হাসপাতালে যেতে পারবো কিনা। হাসপাতালে গেলে চিকিৎসা পাবো কিনা ইত্যাদি। এসব বিষয়কে আমলে নিয়ে এবারই স্বাস্থ্যবীমা চালু করতে হবে। পাশাপাশি বাজেটে স্বাস্থ্যখাতে অন্তত এক শতাংশ বাজেট বরাদ্দ বাড়াতে হবে।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর বলেন, আমাদের কৃষি ও শিল্পকে সমান গুরুত্ব দিতে হবে। কেননা আমাদের অর্থনীতির রক্ষাকবচ হবে কৃষি ও গ্রামীণ অর্থনীতি। পাশাপাশি স্থানীয়। ফলে এ উভয় খাতকে গুরুত্ব দিতে হবে আসছে বাজেটে। আমরা নিশ্চয়ই আবার ঘুরে দাঁড়াতে পারবো। আমাদের টেকসই উন্নয়নের জন্য গ্রিন ইনভেস্টমেন্ট, গ্রিন ডেভেলপমেন্টের দিকে যেতে হবে। আরও মানবিক হতে হবে।

অনুষ্ঠানে কি নোট উপস্থাপন করেন আইস্যোশাল প্রধান নির্বাহী কর্র্মকর্তা ড. অনন্যা রায়হান।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বিআইডিএস’র সিনিয়র রিসার্চ ফেলো ড. নাজনীন আহমেদ, বিআইজিডির নির্বাহী পরিচালক ড. ইমরান মতিন।  

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, জুন ০১, ২০২০
এসই/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।