ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

শিল্প

সামাজিক দূরত্ব মেনে সাভারে পোশাক শ্রমিকদের বেতন

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২০
সামাজিক দূরত্ব মেনে সাভারে পোশাক শ্রমিকদের বেতন

সাভার (ঢাকা): প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে শিল্প পুলিমের সহযোগিতায় সরকারি নির্দেশনা সামাজিক দূরত্ব মেনে সাভারে বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকদের বেতন দেওয়া হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় শেষ খবর পাওয়া পর্যন্ত সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের ১৩৫৬টি পোশাক কারখানার মধ্যে ৪৬৭টি কারখানায় শ্রমিকদের বেতন দেওয়া হয়েছে।

ঢাকা শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) সানা সামিনুর রহমান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, করোনা সংক্রমণ ঝুঁকি এড়াতে শিল্প পুলিশের সহযোগিতায় পোশাক কারখানাগুলোতে শ্রমিকদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে বেতন দেওয়া হচ্ছে।  

তিনি আরও বলেন, দেশজুরে করোনার প্রাদুর্ভাবের কারণে পোশাক শ্রমিকদের বিভিন্নভাবে সচেতন করতে কাজ করে যাচ্ছে শিল্প পুলিশ। এছাড়া ঝুঁকি মোকাবিলায় আমারা এ অঞ্চলটির পোশাক শ্রমিকদের সচেতন করাসহ তাদের মাস্ক, গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণ করেছি।

এসপি সানা সামিনুর রহমান বলেন, প্রথম থেকেই শিল্প পুলিশের তদারকিতে করোনা  সংক্রমণ ঠেকাতে প্রতিটি কারখানায় যথাযথ নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল।

বাংলাদেশ গার্মেন্টস ও শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন বাংলানিউজকে বলেন, পোশাক কারখানাগুলোতে সামাজিক দূরত্ব বজায় রেখে বেতন দেওয়ায় শ্রমিকদের মধ্যে করোনা সংক্রমণের ঝুঁকি কিছুটা হলেও কমেছে। সরকারের বেধে দেওয়া নির্ধারিত তারিখের মধ্যে শ্রমিকদের বেতন দিতে আহ্বানও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, এপ্রিল ১৩ , ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।