ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

ব্যাংকে আগতদের নির্দিষ্ট দূরত্ব নিশ্চিত করতে হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২০
ব্যাংকে আগতদের নির্দিষ্ট দূরত্ব নিশ্চিত করতে হবে

ঢাকা: করোনা ভাইরাসের কারণে সরকার ঘোষিত সাধারণ ছুটিতে খোলা থাকা ব্যাংকের শাখায় আগত দশর্নাথী, গ্রাহক ও ব্যাংকারদের নিরাপদ দূরত্ব নিশ্চিত করতে হবে। এজন্য প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সহায়তা নিতে হবে বলে জানানো হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন ব্যাংকে আগত বিভিন্ন ভাতা গ্রহণকারী গ্রাহক, দর্শনার্থী, সাক্ষাৎপ্রার্থী ও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা ব্যাংকে এসে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখছেন না।

‘ব্যাংকিং কার্যক্রম ছাড়া দর্শনার্থী ও সাক্ষাৎপ্রার্থীদের ব্যাংকে আগমন নিরুসাহিৎ করতে হবে। ব্যাংকে উপস্থিত সবার মধ্যে দূরত্ব (বিশ্ব স্বাস্থ্যসংস্থার গাইডলাইন অনুযায়ী) বজায় থাকে সে বিষয়টি নিশ্চিত করতে হবে। এর জন্য প্রয়োজন হলে প্রশাসনের সহায়তা নিতে হবে। ’

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২০
এসই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।