bangla news

‌পোশাক খাতের শীর্ষ দুই সংগঠনকে ধন্যবাদ দিল ইউএফজিডব্লিউ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৩-২৮ ৮:৫২:০৮ পিএম
ইউএফজিডব্লিউয়ের লোগো

ইউএফজিডব্লিউয়ের লোগো

বিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে পোশাক কারখানা বন্ধের নির্দেশ দেওয়ায় পোশাক শিল্পের শীর্ষ দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএকে ধন্যবাদ জানিয়েছে ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস্ ওয়ার্কার্স (ইউএফজিডব্লিউ)। 

সংগঠনের সভাপতি কাউসার আহম্মেদ পলাশ ও সাধারণ সম্পাদক নুরুল ইসলামের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক এক যৌথ বিবৃতিতে বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে। সব মানুষের মধ্যে আতঙ্ক ও ভয়ভীতি সৃষ্টি হয়েছে। এই অবস্থায় পোশাক শ্রমিকদের নিরাপত্তায় কারখানা বন্ধের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী সিদ্ধান্ত।

আপৎকালীন এই সময়ে পোশাক শ্রমিকদের বেতন-ভাতা যথাযথভাবে পরিশোধের জন্য বিশেষভাবে আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০২০
নিউজ ডেস্ক

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-03-28 20:52:08