ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

ময়মনসিংহে এক্সপেরিয়েন্স জোন চালু করলো বার্জার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
ময়মনসিংহে এক্সপেরিয়েন্স জোন চালু করলো বার্জার জোন উদ্বোধনী অনুষ্ঠানে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান জেরাল্ড কে অ্যাডামসসহ অন্যরা।

ঢাকা: পেইন্টিং সেবার বিস্তৃতির লক্ষ্যে প্রথমবারের মতো ময়মনসিংহে এক্সপেরিয়েন্স জোন চালু করেছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড (বিপিবিএল)।

ময়মনসিংহে ডিলারের তত্ত্বাবধানে এই প্রথম এক্সপেরিয়েন্স জোনের ফ্র্যাঞ্চাইজি দিয়েছে প্রতিষ্ঠানটি।

এ উপলক্ষে সোমবার (২৮ জানুয়ারি) ময়মনসিংহের স্বদেশীবাজারে ডিলার মেসার্স টিএলএল ট্রেড সিন্ডিকেটে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠানটি।

ক্রেতাদের ওয়ান-স্টপ পেইন্টিং সল্যুশন দেওয়ার লক্ষ্যে সেন্টার চালু করেছে বার্জার। আধুনিক পেইন্টিং পদ্ধতির মাধ্যমে এই অঞ্চলের ক্রেতাদের পেইন্টিং সংক্রান্ত সব ধরনের চাহিদা পূরণ করবে এই এক্সপেরিয়েন্স জোন।

এ এক্সপেরিয়েন্স জোনে বিভিন্ন ব্র্যান্ডের একশ’রও বেশি শেড প্যানেলের মাধ্যমে ‘টাচ অ্যান্ড ফিল’ অভিজ্ঞতা নিতে পারবেন ক্রেতারা।  

এ নিয়ে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের সেলসের জেনারেল ম্যানেজার মোহাম্মদ আজিজুল হক বলেন, স্বপ্নের বাড়ির সৌন্দর্যবর্ধনে রঙের সঠিক কাজ খুবই গুরুত্বপূর্ণ। নতুন এ এক্সপেরিয়েন্স জোনের মাধ্যমে বার্জার ঘরের রঙের সঠিক নির্বাচনের ক্ষেত্রে সম্মানিত ক্রেতাদের সহায়তা করবে। এমনকি, পেইন্টিং সল্যুশন প্রদানে ময়মনসিংহের ক্রেতাদের দক্ষ ব্যক্তির তত্ত্বাবধানে পছন্দ অনুযায়ী কালার স্কিম নির্বাচনেও সহায়তা করা হবে এ এক্সপেরিয়েন্স জোন থেকে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান জেরাল্ড কে অ্যাডামস।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী, পরিচালক জ্যঁ-ক্লদ লট্রেল; সেলসের জেনারেল ম্যানেজার মোহাম্মদ আজিজুল হক, প্রজেক্ট, প্রোলিংকস ও বার্জার এক্সপেরিয়েন্স জোনের প্রধান মো. হাসানুজ্জামান, ময়মনসিংহ সেলসের ব্রাঞ্চ ম্যানেজার মো. আজিজুল্লাহ এবং ব্র্যান্ড ম্যানেজার সৈয়দ শরীফ রাসেল।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।