ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

বিএসআরএম’র রডে তৈরি হলো তৃতীয় কর্ণফুলী সেতু

চট্টগ্রাম ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১০
বিএসআরএম’র রডে তৈরি হলো তৃতীয় কর্ণফুলী সেতু

চট্টগ্রাম: দেশের অন্যতম রড প্রস্তুতকারক প্রতিষ্ঠান বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের (বিএসআরএম) তৈরি রড দিয়েই বানানো হয়েছে চট্টগ্রামের কর্ণফুলী নদীর উপর ‘তৃতীয় কর্ণফুলী সেতু’।

বুধবার সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এই সেতু উদ্বোধন করবেন।



‘ক্যাবল স্টেইড এক্সট্রাডোজড’ নামের এই সেতুতে চট্টগ্রামের প্রতিষ্ঠান বিএসআরএম-র বিভিন্ন গ্রেডের ২৭০০ মেট্রিক টন রড ব্যবহৃত হয় যার আনুমানিক মূল্য সাড়ে ১৩ কোটি টাকা। এই সেতু নির্মাণে মোট ব্যয় হয়েছে ৩৮০ কোটি টাকা। সেতু নির্মাণের প্রথম দিকে বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড চীনের তৈরি রড আমদানি করে। কিন্তু আন্তর্জাতিক বাজারে রডের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় তারা স্থানীয় রডের বাজারে খোঁজ-খবর নিয়ে বিএসআরএম-র রডের কারিগরি দিক ও গুণগতমান পরীক্ষা করে। এরপর এই রড ব্যবহারের সিদ্ধান্ত নেয় বিদেশি এই ঠিকাদারি প্রতিষ্ঠান।

২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত এই সেতুতে ব্যবহৃত রডের ৯২ শতাংশই সরবরাহ করে বাংলাদেশি এই  প্রতিষ্ঠান।

এ প্রসঙ্গে বিএসআরএম গ্র“পের চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ও গোমতী সেতু, উত্তরবঙ্গের যমুনা সেতু, জামালপুরের যমুনা সার কারখানা, চট্টগ্রামের সার কারখানা কাফকো ও সিইউএফএল, চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনালসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় আমাদের রড ব্যবহৃত হয়েছে। কর্ণফুলী নদীর উপরে নির্মিত গুরুত্বপূর্ণ এই সেতুতে আমাদের উৎপাদিত রড ব্যবহার করায় আমরা খুশি। ’

তিনি আরও বলেন, ‘পণ্যের গুণগতমানের ব্যাপারে ব্যবহারকারীরা যে সতর্ক সে ব্যাপারে আমরা সচেতন। এভাবে বছরের পর বছর আমরা আমাদের উৎপাদিত পণ্যের মান বজায় রেখে জাতিকে সেবা দিয়ে যাচ্ছি। ’

যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রকল্প পরিচালক বিধান চন্দ্র ধর বলেন, ‘এই সেতু নির্মাণে বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ বাংলাদেশে তৈরি যে রড ব্যবহার করেছে, তার সবই বিএসআরএম এর। কারণ বাংলাদেশে তারাই প্রথম উচ্চমতাসম্পন্ন রড প্রস্তুতকারক প্রতিষ্ঠান। ’

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad