bangla news

অর্থ মন্ত্রণালয় গঠিত সমন্বয় ও তদারকি কমিটির বৈঠক সোমবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০১-২০ ১১:৫৯:১৬ এএম
অর্থ মন্ত্রণালয়

অর্থ মন্ত্রণালয়

ঢাকা: পুঁজিবাজারের উন্নয়নের জন্য অর্থ মন্ত্রণালয় গঠিত সমন্বয় ও তদারকি কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। 

সোমবার (২০ জানুয়ারি) দুপুর ২টায় ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) পরিচালনা পর্ষদ কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

বিএসইসি, আইসিবি, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) এবং ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) প্রতিনিধিরা এ বৈঠকে অংশ নেবেন।

এর আগে পুঁজিবাজার উন্নয়নে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মাকসুরা নূরকে প্রধান করে পাঁচ সদস্যের সমন্বয় ও তদারকি কমিটি গঠন করে অর্থ মন্ত্রণালয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক, বিএসইসি’র নির্বাহী পরিচালক, আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক। কমিটির সাচিবিক দায়িত্ব পালন করবেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব ড. নাহিদ হোসেন।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
এসএমএকে/এফএম

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-01-20 11:59:16