bangla news

বছরের শুরুতে রেকর্ড রেমিট্যান্স, বাদ যাচ্ছে হুন্ডি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০১-১৬ ১১:৪৭:০৩ পিএম
...

...

ঢাকা: চলতি বছরের প্রথম মাসে রেকর্ড পরিমাণে রেমিট্যান্স বাংলাদেশে পাঠিয়েছেন প্রবাসীরা।

জানুয়ারি মাসের ১৫ দিনে ৯৫ কোটি ৭০ লাখ ডলারের রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার সমান ৮৬ টাকা ধরে বাংলাদেশী মুদ্রায় প্রায় ৮ হাজার ২৩০ কোটি ২০ লাখ টাকা।

এর আগে কখনো ১৫ দিনে এ পরিমাণ রেমিট্যান্স আসেনি।

রেকর্ড রেমিট্যান্স পাঠানোয় প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।তিনি বলেন, প্রবাসী ভাই বোনের মধ্যে অনেক পরিবর্তন এসেছে। এখন তারা হুন্ডির মাধ্যমে দেশে টাকা পাঠায় না। হুন্ডি বাদ গেছে। সবাই এখন বৈধ চ্যানেলে দেশে টাকা পাঠাচ্ছেন।

তিনি আরো বলেন, যাদের হাত ধরে আজকে রেমিট্যান্স শক্তিশালী হয়েছে সেই প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা।

বাংলাদেশ সময়: ২৩৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২০
এমআইএস/এমএমএস 
 

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2020-01-16 23:47:03