ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

৩টি প্রতিষ্ঠানের রাইট শেয়ার অনুমোদন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১০
৩টি প্রতিষ্ঠানের রাইট শেয়ার অনুমোদন

ঢাকা: সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) সোমবার তিনটি প্রতিষ্ঠানের রাইট শেয়ার অনুমোদন করেছে।

প্রতিষ্ঠান তিনটি হলো আল-আরাফা ইসলামী ব্যাংক, যমুনা ব্যাংক ও গোল্ডেনসান লিমিটেড।

  এসইসির কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়।

এসইসির নির্বাহী পরিচালক ও কমিশনের মুখপাত্র আনোয়ারুল কবির ভূঁইয়া বিষয়টি সাংবাদিকদের অবহিত করেন।

আল-আরাফা ইসলামী ব্যাংক লিমিটেডের ১:১ রাইট শেয়ার অর্থাৎ একটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ারের অনুমোদন দেওয়া হয়।
   
যমুনা ব্যাংক লিমিটেডের ১:৩ রাইট শেয়ার অনুমোদন দেওয়া হয়েছে। অর্থাৎ এর তিনটি সাধারণ শেয়ারের বিপরীতে শেয়ারহোল্ডারা একটি রাইট শেয়ার পাবেন।

এই দুই ব্যাংকের রাইট শেয়ারের জন্য কোনো প্রিমিয়াম নেওয়া হবে না।
   
অন্যদিকে গোল্ডেনসান লিমিটেডের একশ’ ৪৪ কোটি টাকার ১:১ অনুপাতে রাইট শেয়ার অনুমোদন দেওয়া হয়। প্রতিষ্ঠানটির প্রতিটি রাইট শেয়ারের বিপরীতে ২০ টাকা প্রিমিয়াম নেওয়া হবে।  

তিনটি প্রতিষ্ঠানেরই প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা,  ৬ সেপ্টেম্বর ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।