ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

মুষ্টিমেয় লোকের হাতে চলে যাচ্ছে অর্থনীতির সুফল: ড. খলিকুজ্জামান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১০
মুষ্টিমেয় লোকের হাতে চলে যাচ্ছে অর্থনীতির সুফল: ড. খলিকুজ্জামান

ঢাকা: দেশের অর্থনৈতিক অবস্থা ভাল। দ্রুত গতিতেই এগোচ্ছে দেশের অর্থনীতি।

কিন্তু সাধারণ মানুষ এর সুফল পাচ্ছে না। মুষ্টিমেয় কিছু লোকের হাতে চলে যাচ্ছে সব অর্জন।

সোমবার জাতীয় প্রেসকবে বাংলাদেশ উন্নয়ন পরিষদ আয়োজিত ‘সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনে বাংলাদেশের নাগরিক সমাজের দাবিনামা’ শীর্ষক সংবাদ সম্মেলনে অর্থনীতিবিদ ড. কাজী খলিকুজ্জামান আহমদ এসব কথা বলেন।

তিনি বলেন, ‘অর্থনীতির সব সুফল মুষ্টিমেয় কিছু লোকের হাতে চলে যাওয়ায় সমাজে বৈষম্য বাড়ছে। এর লাগাম টেনে ধরতে না পারলে কোনো উন্নয়ন পরিকল্পনাই সঠিকভাবে কাজ করবে না। ’

তিনি আরও বলেন, ‘সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনের পথে আমাদের অর্জন অনেক। আমরা শিশুমৃত্যুর হার প্রতি হাজারে ৮২ জনে নামিয়ে আনতে সক্ষম হয়েছি। ৯২ শতাংশ ছেলেমেয়ে এখন স্কুলে যায়। কৃষি, অর্থনীতি, স্বাস্থ্য, নারী অধিকারসহ সমাজের প্রতিটি জায়গায় আমরা ধাক্কা দিতে সক্ষম হয়েছি। ’

সরকারের কর্মপরিকল্পনায়ও এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের কাজ হবে এসব বিষয় সঠিকভাবে যাতে বাস্তবায়ন হয় সে সম্পর্কে সরকারকে বার বার স্মরণ করিয়ে দেওয়া। ’

এসময় তিনি দাতাগোষ্ঠির সমালোচনা করে বলেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ২০১২ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলার দেওয়ার কথা রয়েছে। কিন্তু একমাত্র ইউরোপীয় ইউনিয়ন এর জন্য কমিটি করলেও অন্যান্য দেশের কোনো খবর নেই।

সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে দাতা গোষ্ঠির প্রতিশ্রুত সাহায্য তেমন আসছে না বলেও তিনি দাবি করেন।
 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বেসরকারি সংস্থা সুপ্র’র আহবায়ক মহসীন আলী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্নয়ন পরিষদের নির্বাহী পরিচালক ড. নিলুফা বানু, ভয়েস-এর আহমেদ স্বপন মাহমুদ, অঙ্গিকার বাংলাদেশের মোহাম্মদ হেলালী, ইউএন মিলিনিয়াম ক্যাম্পেইন এর সদস্য মনীষা বিশ্বাস প্রমুখ।

বাংলাদেশ সময় ১৪৩৫ ঘণ্ট, ৬ সেপ্টেম্বর ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।