ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

‘ইউক্যাশ’র মাধ্যমে সিলেট রেঞ্জ পুলিশের ট্রাফিক জরিমানা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
‘ইউক্যাশ’র মাধ্যমে সিলেট রেঞ্জ পুলিশের ট্রাফিক জরিমানা

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) এবং সিলেট রেঞ্জ পুলিশের আওতাধীন সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং মৌলভীবাজার জেলা পুলিশের মধ্যে ট্রাফিক কেস ফাইন পেমেন্ট পরিশোধ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সিলেটে অবস্থিত রেঞ্জ ডিআইজি অফিসে সম্প্রতি এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, এখন থেকে ইউসিবি’র মোবাইল ফাইনেন্সিয়াল সার্ভিস ‘ইউক্যাশ’র নিকটস্থ যেকোনো এজেন্ট পয়েন্ট বা ব্যক্তিগত ‘ইউক্যাশ’ অ্যাকাউন্টের মাধ্যমে সহজেই ট্রাফিক কেসের ফাইন পরিশোধ করা যাবে।

 

সিলেট রেঞ্জ পুলিশের ডিআইজি মো. কামরুল আহসান, অ্যাডিশনাল ডিআইজি জয়দেব কুমার ভদ্র, ইউসিবিএল’র ডিজিটাল ফাইনেন্সিয়াল সার্ভিসেস এর প্রোগ্রাম পরিচালক সাইদুল হক খন্দকার এবং ইউসিবিএল’র ফার্স্ট অ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট এমএফএস হাসান মোহাম্মদ জাহিদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।      

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
পিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।