ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইয়ামাহা রাইডার্স ক্লাবের ‘কক্সবাজার রাইডিং ফিয়েস্তা’

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০০, ডিসেম্বর ১০, ২০১৯
ইয়ামাহা রাইডার্স ক্লাবের ‘কক্সবাজার রাইডিং ফিয়েস্তা’ অনুষ্ঠানে বাইকপ্রেমীরা।

ঢাকা: এসিআই মোটরস বাংলাদেশে ইয়ামাহা রাইডার্স ক্লাব (ওয়াইআরসি) উদ্যোগে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে ‘কক্সবাজার রাইডিং ফিয়েস্তা’।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) ওই কোম্পানি থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ইয়ামাহা মোটরসাইকেল রাইডারদের নিয়ে গঠিত বাংলাদেশের সবচেয়ে বড় বাইকিং কমিউনিটি।

যারা বিভিন্ন বাইকিং অ্যাক্টিভিটির সঙ্গে সঙ্গে সচেতনতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে।

সম্প্রতি ইয়ামাহা রাইডার্স ক্লাবের উদ্যোগে কক্সবাজারে অনুষ্ঠিত হলো ‘কক্সবাজার রাইডিং ফিয়েস্তা’। এতে অংশ নিয়েছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৮শ জনেরও বেশি বাইকপ্রেমী। চলতি বছরের ৬ ও ৭ ডিসেম্বর দুই দিনব্যাপী অনুষ্ঠিত হওয়া এই বৃহৎ আয়োজন। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণকারীরা মোটরসাইকেল নিয়ে কক্সবাজারে উপস্থিত হন।

অনুষ্ঠানে বিভিন্ন বিচ গেমের পাশাপাশি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিচ গেমে অংশগ্রহণ করে দেশসেরা ব্যান্ড দল মাইলস। কক্সবাজারে বাইকারদের নিয়ে এমন বড় আয়োজন বাংলাদেশে এটাই প্রথম। অনুষ্ঠানকে ঘিরে বাইকারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।